ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

শেষ হলো দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিনি ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৩ ১০:৫৫:৪৩
শেষ হলো দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিনি ফলাফল

ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে ১৫৯ রানে। এর ফলে প্রোটিয়ারা জয় পেয়েছে ৮৭ রানের ব্যবধানে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ক্যারিবীয়রা। সাউথ আফ্রিকা তৃতীয় দিন শুরু করেছিল ৪ উইকেট হারিয়ে ৪৯ রান নিয়ে।

এরপর বেশিদূর এগোতে পারেনি তারা। দলীয় ৮০ রান তুলতেই তারা হারায় ৪৯ রান। প্রোটিয়া টপ অর্ডার ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল এইডেন মার্করাম। তার ব্যাট থেকে এসেছে ৪৭ রান। আর শেষ দিকে কাগিসো রাবাদার অপরাজিত ১০ ও জেরাল্ড কোয়েতজি ২০ রানে ১১৬ রানে থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস।

বলতে গেলে সাউথ আফ্রিকাকে একাই গুড়িয়ে দিয়েছেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। তিনি ৪৭ রান খরচায় নেন ৫ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার। একটি উইকেট পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রান করেছিল জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ২১২ রানে। এখানেই এগিয়ে ছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসের রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৪৭ রানের।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৩৩ রানেই ৫ উইকেট হারায়। একপ্রান্ত থেকে চেষ্টা চালান ব্ল্যাকউড। কিন্তু অন্যদের ব্যর্থতায় হার মানতেই হয় ওয়েস্ট ইন্ডিজকে। দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করেছেন রাবাদা।

তিনি ৫০ রান দিয়ে নেন ৬ উইকেট। তিনি যেন রোচের আগুণ ঝরা বোলিংয়ের বদলা নিতেই নেমেছিলেন। ২টি উইকেট নেন মার্কো জেনসেন। একটি উইকেট যায় কোয়েতজির ঝুলিতে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ