ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৩ ১৫:৪৩:৫২
বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ইংল্যান্ড

ইংল্যান্ডের ইনিংস বিবরণ:

টস হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। শুরু থেকেই চাপে থেকে দুই ওপেনার। ১৫ বলে ১টি চারের সাহায্যে ৭ রান করে তাসকিনের বলে শান্ত’র হাতে ধরা পড়েন ফিল সল্ট। ১৯ বলে ১১ রান করেন দাভিদ মালান। ১৬ বলে ৫ রান করেন জেমস ভিন্সি।

সেঞ্চুরির পর গতি বাড়িয়েছিলেন রয়। মাঝে ৩ ওভারে এসেছিল ৫টি চার, ৩৮ রান। তবে ১৫০ পর্যন্ত যেতে পারলেন না ইংল্যান্ড ওপেনার। সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে হয়েছেন এলবিডব্লু, আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। রয় ফিরলেন ১৩২ রান করে, ১২৪ বলের ইনিংসে ১৮টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।

উইকেটের দেখা নেই, উইকেটের দেখা নেই… এরপর ৭ বলের মধ্যে ২ উইকেট! তাসকিনের ধীরগতির শর্ট বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন উইল জ্যাকস।

ফিফটির পর ১৩ বলে ২৬ রান তুলে ফেলেছিলেন বাটলার। তবে তাঁকে থামতে হলো মিরাজের দুর্দান্ত এক ক্যাচে। ফুললেংথের বলে টেনে মেরেছিলেন ইংল্যান্ড অধিনায়ক, নিজের বলেই বাঁদিকে নিচু হয়ে দারুণ এক রিফ্লেক্স ক্যাচ নিয়েছেন মিরাজ। বাটলার থেমেছেন ৭৬ রানেই।

তাসকিনের লো ফুলটসে যেভাবে চেয়েছিলেন, টাইমিংটা সেভাবে করতে পারেননি মঈন। স্কয়ার লেগের দিকে খাড়া ওপরে ওঠে ক্যাচ। ডিপে থাকা লিটন দাস অবশ্য ক্যাচের জন্য ছুটতে একটু সময় নিয়েছিলেন, তবে পুষিয়ে দিয়েছেন ভালোভাবেই। ৩৬ বলে ৪২ রান করে থেমেছেন মঈন।

প্রথম বলেই বিমারে নো-বল করেছিলেন মোস্তাফিজ। শেষ ওভারে অবশ্য ৭ রানের বেশি দেননি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন এ বাঁহাতি পেসার। শেষ ওভারে এসে তাসকিন দিয়েছেন ১৫ রান, চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা মেরেছেন সায়ম কারেন। শেষ পর্যন্ত এ বাঁহাতি খেলেছেন ১৯ বলে ৩৩ রানের ক্যামিও। ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান তুলেছে ইংল্যান্ড।

দুই দলের একাদশ:

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ