ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় টেস্ট ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ী করলেন অধিনায়ক রোহিত শর্মা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৩ ১৬:৫৫:২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় টেস্ট ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ী করলেন অধিনায়ক রোহিত শর্মা

এমন একটা হারের মুখ দেখে হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। এ দিন ম্যাচ শেষ হওয়ার পর সিরিজের তৃতীয় টেস্টে এই ব্যাপক হার নিয়ে বড় বিবৃতি দিয়েছেন রোহিত শর্মা। জানিয়েছেন কোথায় ভুলটা হয়েছে।

শুক্রবার সকালেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “যখন আপনি একটি টেস্ট ম্যাচ হেরে যান, তখন অনেক কিছু ঘটে। আমাদের জন্য এই ম্যাচে কিছুই ভালো হয়নি। তবে এটা বলতেই হবে যে আমরা প্রথম ইনিংসে ভাল ব্যাট করিনি এবং আমরা বুঝতে পারি যে বোর্ডে রান করা কতটা গুরুত্বপূর্ণ।”

এরই সঙ্গে রোহিত আরও যোগ করেন, “একবার তারা ৮০-৯০ রানের লিড পেয়ে গেলে কাজটা শক্তই ছিল। আমাদের ব্যাট হাতে আরও একটি বর ইনিংস খেলতে হত এবং আমরা তা করতে পারিনি। আমরা যদি প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতাম, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।”

সিরিজের প্রথম দুটি ম্যাচ ভারত জেতার পর ১ মার্চ থেকে শুরু হয় ইন্দোর টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১০৯ রান করে রোহিত শর্মার দল। জবাবে অস্ট্রেলিয়া ১৯৭ রান করে এবং ৮৮ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৬৩ রান করতে সক্ষম হয়। এর ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার কাছে ৭৬ রানের টার্গেট ছিল যা ৯ উইকেট হাতে রেখে ক্যাঙ্গারু দল তুলে নেয়।

এই ম্যাচে অজি দলের নায়ক অবশ্যই স্পিনার নাথান লায়ন। তার বলের যাঁতাকলে পড়ে দুই ইনিংসেই নাভিশ্বাস ওঠে বিরাট কোহলিদের। ঘরের মাটিতে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা যে এইভাবে নাস্তানাবুদ হবে সেটা হয়তো অনেকেই মেনে নিতে পারছেন না।

চলতি চার টেস্ট ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে এটাই অস্ট্রেলিয়ার প্রথম জয়। এর আগে দুটি টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। ৯ মার্চ থেকে আহমেদাবাদে হবে শেষ ম্যাচ। ইন্দোর টেস্টে ভারতীয় ব্যাটসম্যানরা হতাশ করেন। অন্যদিকে অস্ট্রেলিয়া দল দেখিয়ে দিল, স্পিনিং পিচেও তার ম্যাচ জেতার ক্ষমতা রাখেন। সব মিলিয়ে স্টিভ স্মিথদের পারফরমেন্স অবশ্যই প্রশংসার দাবি রাখে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ