ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

নেইমার ভক্তদের জন্য চরম দুঃসংবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৪ ১৭:৩৭:৪৮
নেইমার ভক্তদের জন্য চরম দুঃসংবাদ

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের বলেছেন, ‘সে (নেইমার) থাকবে না। এতে অবশ্য খুব বেশি ক্ষতি হচ্ছে না আমাদের। কোনে একজন মিডফিল্ডার দিয়ে আমরা দলটা গুছিয়ে নেব। যেমনটি আমরা মার্শেইয়ের বিপক্ষে করেছিলাম এবং সফল হয়েছিলাম।’

এদিকে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জেতা ম্যাচটির শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছিলেন নেইমার। শুরুতে এমবাপ্পেকে দিয়ে গোল করানোর পর নিজেই করেছেন গোল। কিন্তু বিরতির পরই দুঃসংবাদ পেতে হয় তাকে।

প্রতিপক্ষ ফুটবলারের বাজে ট্যাকেলে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। মাঠ থেকে উঠে যাওয়ার পর অবশ্য বেশ কয়েকটি পরীক্ষা করা হয়।

শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতে পারেন নেইমার। কিন্তু এরই মধ্যে পিএসজি কোচ জানিয়ে দিয়েছেন, ফেরা হচ্ছে না নেইমারের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ