ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দীর্ঘ অফ ফর্ম চলছে মুশফিকের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৪ ২১:৪২:১২
দীর্ঘ অফ ফর্ম চলছে মুশফিকের

ঠিকমতো ব্যাট হাতে রানই করতে পারছেন না তিনি। বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারের অবদান অবিস্মরণীয়। তবে থামতে জানাটাও গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ব্যাটিং পজিশনে কেমন করছেন মুশফিকুর রহিম সেটিও সবার জানার প্রয়োজন।

গত দুই বছরে সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে শ্রীলংকার বিপক্ষে। ২০২১ সালের ২৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১২৫ রানের ইনিংসের পর ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তবে এরপর ১০ ইনিংসের মধ্যে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। সেটিও গত বছর ৫ আগস্ট জিম্বাবুয়ের মাটিতে করেছিলেন অপরাজিত ৫২ রান। তবে সবচেয়ে বড় সমস্যা, মুশফিকের ওপর আর ভরসা করতে পারছে না দল।

বিপদে তিনি আর দেয়াল হয়ে দাঁড়াতে পারছেন না। আউট হচ্ছেন বাজে শটে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে মুশফিককে নিয়ে ভাবতেই হচ্ছে হাতুরাসিংহেকে। মুশফিকের সর্বশেষ ১০ ইনিংসের রান যথাক্রমে: ৯ (১২ বল), ১১ (৩১ বল), ৫২* (৪৯ বল), ২৫ (৩১ বল), ০ (৩ বল), ১৮ (৪৫ বল), ১২ (২৪ বল), ৭ (১৩ বল), ১৬ (৩৪ বল) এবং ৪ ( ৫ বল)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ