ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাত্র ৫ জনকে ফলো করেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৫ ১৯:৫৫:০৩
মাত্র ৫ জনকে ফলো করেন ধোনি

যে কোনও সেলেব্রিটির সোশ্যাল মিডিয়ায় কয়েক লাখ বা কয়েক কোটি ফলোয়ার্স থাকে। এমএস ধোনিরও রয়েছে। তবে ধোনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকেন না।

কোটি কোটি ফলোয়ার্স থাকলেও ধোনি কিন্তু মাত্র পাঁচজনকে ফলো করেন। ধোনি অবশ্য পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালবাসেন। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখাই যায় না বলতে গেলে।

ধোনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রী সাক্ষীকে ফলো করেন। ২০১০ সালে বিয়ে হয়েছিল ধোনি ও সাক্ষীর। মেয়ে জিভা ধোনিকেও ইনস্টাগ্রামে ফলো করেন ধোনি।

ধোনি ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনকে ফলো করেন। ইনস্টায় বিগ বি-র ফলোয়ার্স প্রায় তিন কোটি। ধোনি নিজের ফার্মহাউসের নামে একটি প্রোফাইল খুলেছেন ইনস্টায়। তিনি নিজের ফার্মহাউসের পেজ EEJA-কেও ফলো করেন।

এম এস ধোনি ইনস্টায় Canal Militarizando- নামের একটি পেজ ফলো করেন। এই পেজ সম্পর্কে খুবএকটা তথ্য পাওয়া যায় না। তবে এটি সেনার কাজ সংক্রান্ত পেজ বলেই আন্দাজ করা যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ