ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো বিসিএলের ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৭ ১৭:৫৫:৩৯
শেষ হলো বিসিএলের ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল

চার দিনের ম্যাচে দেড় দিনের বেশি ব্যাটিংই করে বিসিবি দক্ষিণাঞ্চল। সাদমান, ফজলে, মার্শালদের সুবাধে স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ৫০০ রান তোলে দক্ষিণাঞ্চল। পরবর্তীতে তারা ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংস সুবিধা করতে পারেনি।

জাকের আলী অনিক, আরিফুল হক ও বোলার আবু হায়দার রনি বাদে কোনো ক্রিকেটারই সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ২৩০ রান তোলে মধ্যাঞ্চল। ফলো-অনে পড়লে মধ্যাঞ্চলকে ফের ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণাঞ্চল।

মধ্যাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে সৌম্য করেন ৩৩ রান। জাকের খেলেন ৫৩ রানের ইনিংস। ৬০ বলে ৪০ রানের ইনিংস খেলেন আরিফুল ও ৩৯ রানের ইনিংস খেলেন আবু হায়দার। দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন নাজমুল ইসলাম অপু।

এমনকি ঐ ইনিংসে বল হাতেও উইকেট নেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। মধ্যাঞ্চলকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠালে এবারও ফলো-অনের রান অতিক্রম করতে পারেনি মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানেই অল-আউট হয় মধ্যাঞ্চল। তাদের হয়ে রান করেন কেবল মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শরিফুল্লাহ ও আবু হায়দার রনি।

দ্বিতীয় ইনিংসে বল হাতে সফল ছিলেন দক্ষিণাঞ্চলের খালেদ। তিনি একাই তুলে নেন পাঁচ উইকেট। অন্যদিকে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন আবু হায়দার। ৬৩ রানের ইনিংস খেলেন শরিফুল্লাহ ও ৪৯ রানের ইনিংস খেলেন মিঠুন।

খালেদ বাদেও দ্বিতীয় ইনিংসেও বল হাতে তিন উইকেট নেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু এবং দুটি নেন মঈন খান।

ম্যাচ সেরার পুরস্কার উঠে ২৪৬ রান করা সাদমান ইসলামের হাতে। তিনি পান ৩০ হাজার টাকা। অন্যদিকে চ্যাম্পিয়ন দল দক্ষিণাঞ্চলকে প্রাইজমানি দেওয়া ২০ লাখ টাকা। বিসিএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি নাজমুল অপু পান এক লাখ টাকা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ