টেস্টে উইকেট কেন এমন হচ্ছে গোপন রহস্য ফাঁস করলেন দ্রাবিড়
আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট শুরু হচ্ছে। কোনওরকম অঙ্কের জটিলতার মধ্যে না থাকতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে ভারতকে সেই টেস্টে জিততেই হবে। প্রথম দুটি টেস্টে জয়ের পর ইন্দোরেও যদি ভারত জিতে যেত, তাহলে তখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যেত ভারত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য এরকম 'কঠিন' পিচ প্রস্তুত করা হচ্ছে বলে মানতে চাননি দ্রাবিড়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘দেশে বা বিদেশে খেলা হোক - এখন জয়ের উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়। কোনও দলই এখন ড্র করতে চায় না।’ সঙ্গে তিনি বলেন, ‘পুরো বিশ্বেই উইকেট চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। দিনের শেষে এরকম ম্যাচে আপনি ফয়সালা চান।’ উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য (অন্য কোনও দলের নির্ভর না করে) ভারতের কাছে অস্ট্রেলিয়ার সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে প্রথম দুটি টেস্টে স্পিন-সহায়ক পিচে জিতেছিল ভারত। কিন্তু ইন্দোর টেস্টে হেরে গিয়েছে।
ঘরের মাঠে যে পিচে ভারত হেরে গিয়েছে, সেই পিচ নিয়েই যত বিতর্ক শুরু হয়ে গিয়েছে। দু'দিনের মধ্যাহ্নভোজ পর্যন্তও খেলা না গড়ানোর পর ইন্দোরের পিচকে ‘খারাপ’ অ্যাখ্যা দিয়েছে আইসিসি। যদিও বিষয়টি নিয়ে দ্রাবিড় বলেন, 'ওই বিষয়টি নিয়ে বেশি কিছু বলব না। ওটা ম্যাচ রেফারির সিদ্ধান্ত।' সঙ্গে তিনি জানান, ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং পিচ তৈরি করা হচ্ছে। শুধুমাত্র স্পিন-সহায়ক পিচ নয়, বিশ্বের সর্বত্র এরকম চ্যালেঞ্জিং পিচ থাকছে।
চতুর্থ টেস্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কেমন হয়েছে, তা আজ দেখেন দ্রাবিড় এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত। যে দুটি পিচ ঢাকা দেওয়া ছিল, সেগুলির মধ্যে প্রাথমিকভাবে একটি পিচ দেখেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহিতের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে যে সেই পিচ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ভারতীয় দলের অধিনায়ক। দীর্ঘক্ষণ কিউরেটরের সঙ্গে কথা বলেন।
তবে পিচ নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি হননি ভারতীয় দলের হেড কোচ। দ্রাবিড় বলেন, 'পিচ দেখে ঠিকঠাক মনে হচ্ছে। পিচ নিয়ে প্রচুর হইচই চলছে। যাই হোক না কেন, দিনের শেষে ওরকম পিচে কীভাবে ভালো খেলতে হবে, সেটা শিখতে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- বিএনপি অভ্যন্তরীণ কোন্দল: যেসব আসনে পরিবর্তন হচ্ছে প্রার্থী
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- সোনার দামে বড় পতন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বোলিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসর দেখুন Live
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’