ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বুমরাহকে হারালেো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৮ ২০:২১:২৮
বুমরাহকে হারালেো ভারত

ইনজুরির কারণে আসছে আইপিএলেও খেলতে পারবেন না তিনি। আর আসন্ন এশিয়া কাপেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনটা হলে তাকে ছাড়াই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে হবে রোহিত শর্মাদের।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও বুমরাহকে অনন্ত ৬ মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে দ্রুতই তাকে মাঠে ফেরাতে মরিয়া ভারত। কারণ, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে তাকে পাওয়াই বিসিসিআই’র অন্যতম প্রধান লক্ষ্য।

যদিও বুমরাহর অনন্ত ৬ মাস মাঠের বাইরে থাকার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দেশটির একাধিক সংবাদমাধ্যম বলছে, ক্রিকেটে ফিরতে বুমরাহর সময় লাগবে। কারণ, বিশ্বকাপে খেলার জন্য তাকে প্রয়োজনীয় ফিটনেসে কার্যকরী অগ্রগতি করতে হবে। এজন্য তার পুনর্বাসনে কোনো প্রকার ঘাটতি রাখতে আগ্রহী না বিসিসিআই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ