ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘টি-২০তে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৯ ১৪:১০:২২
‘টি-২০তে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই’

একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) সিরিজ হারালেও স্বাগতিকদের বর্তমান পারফরম্যান্সে মুগ্ধ থ্রি লায়ন্সরা। বুধবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন ইংলিশ পেস বোলার ক্রিস ওকস।

ওকসের কথায়, নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে হারানো মোটেও সহজ ছিল না। কিন্তু আমরা সেরাটা দিয়েই জিতেছি। এখন সামনে টি-২০ সিরিজ নিয়ে ভাবছি। টি-২০তে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই।

ইংলিশ পেসার বলেন, বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। আমার মনে হয়, যখনই আপনি বাংলাদেশের বিপক্ষে খেলবেন; বিশেষ করে ঘরের মাঠে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা যতবারই ওয়ানডে সিরিজ খেলতে এসেছি, ততবারই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এটা সত্য যে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, তবে সত্যি কঠিন কন্ডিশন। এটা আমাদের জন্য বড় পরীক্ষার কারণ হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ