ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কাকে অল-আউট করে উল্টো বিপদে নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১০ ১৫:৪১:১৯
শ্রীলঙ্কাকে অল-আউট করে উল্টো বিপদে নিউজিল্যান্ড

৬ উইকেটে ৩০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের জুটিটা অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেনি। ফিফটি ছোঁয়ার একটু আগে ৫৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলের ৩১৬ রানের মাথায় আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর বাকি ব্যাটাররা লড়াই করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি। ৩৫৫ রানের মধ্যেই বাকি সব উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা, শেষ হয় তাদের প্রথম ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক টিম সাউদি। ৬৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাট হেনরিও বেশ ভালো বোলিং করেছেন। ৮০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১টি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে বেশ ভালোভাবেই শুরু করেন। কিছুটা সাবধানী ছিলেন দুজন, তবে দলের বোর্ডে রান উঠছিল ঠিকই। উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন কনওয়ে এবং ল্যাথাম। পরে দলের ৬৭ রানের মাথায় ৮৮ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হয়ে যান কনওয়ে। তিনে নামা কেইন উইলিয়ামসন একদমই সুবিধা করতে পারেননি, ১১ বলে ১ রান করে দলীয় ৭০ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি।

হেনরি নিকোলসও অনুসরণ করেন উইলিয়ামসনকেই। ৬ বলে ২ রান করে আউট হন নিকোলস। ভালো শুরুর পর হুট করে ৭৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

এরপর ড্যারিল মিচেলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ল্যাথাম। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ৫৮ রান। ফিফটিও তুলে ফেলেন ল্যাথাম। তবে ফিফটি ছোঁয়ার পর আর খুব বেশি দূর আগাতে পারেননি তিনি। দলের ১৩৪ রানের মাথায় আউট হয়ে যান ল্যাথাম। সাজঘরে ফেরার আগে ১৪৪ বলে ৬৭ রানের লড়াকু এক ইনিংস খেলেন তিনি। এরপর ছয়ে নামা টম ব্লান্ডেল হতাশ করেছেন। ২২ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি, দলের রান তখন ১৫১।

তারপর মাইকেল ব্রেসওয়েল এবং ড্যারিল মিচেল মিলে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন। আর কোনো বিপদ হতে দেননি তারা। ৮৯ বলে ৪০ রান করে টিকে থাকা মিচেল ফিফটির সুবাস পাচ্ছেন। অন্যদিকে ১৮ বলে ৯ রান করে অপরাজিত আছেন মাইলেক ব্রেসওয়েল। দ্বিতীয় দিনের খেলা শেষে ৬৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পেরেছে কিউইরা। এখনও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে ১৯৩ রানে।

লঙ্কান বোলাররা দিনভর ছড়ি ঘুরিয়েছেন। ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা। অন্যদিকে ৪২ রান খরচায় ২ উইকেট তুলেছেন আসিথা ফার্নান্দো। এছাড়া ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা। বাকি বোলাররা হাত ঘোরালেও এখনও উইকেটের দেখা পাননি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সিরিজ। ইতোমধ্যে ফাইনালে নাম লিখিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। অপর দলটি কারা হবে তা নিয়েই এখন চলছে বাকি হিসাব নিকাশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ