ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দর বাড়ানোর খেলা শুরু মেসির, বিপদে এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১০ ১৯:৫৫:১১
দর বাড়ানোর খেলা শুরু মেসির, বিপদে এমবাপ্পে

মেসির জীবনী যিনি লিখেছেন, সেই গিলেম বালাগ পিএসজি-র সঙ্গে আর্জেন্টিনার ফুটবলারের চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছেন। তাঁর দাবি, মেসির বাবা জর্জের সঙ্গে পিএসজি ডিরেক্টর লুই কাম্পেসোর কথাবার্তা চলছে। মেসি যে পিএসজিতেই থাকতে চান, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু চুক্তি সই করার আগে অনেক শর্ত চাপাতে চলেছেন তিনি। তার মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলো ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে।

মেসির নাম শুনলেই যা পাচ্ছেন ছুড়ে মারছেন রোনাল্ডো! এ বার কী করলেন, প্রকাশ্যে ভিডিয়োবালাগের দাবি, যদি এমবাপে ক্লাব ছাড়েন, যদি কাতার আর পিএসজিতে বিনিয়োগ না করে বা আর্থিক কারণে পিএসজি যদি মেসি বা অন্য কোনও ফুটবলারকে বিক্রি করে, তার প্রতিফলন কী হতে পারে, এ সবই আগে জেনে নিতে চাইছেন মেসি। তার পরেই চুক্তিতে সই করবেন।

বালাগ এটাও জানিয়েছেন, চুক্তি নিয়ে কথা চলছে মানেই মেসির সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। যাঁর সঙ্গে কথা চলছে, সেই কাম্পোসই হয়তো ক্লাব ছাড়তে পারেন। তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কাতারের মালিকরা কী বলছেন, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ