ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

৫০ ওভার শেষ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১১ ১৩:৪৬:২১
৫০ ওভার শেষ, দেখেনিন সর্বশেষ স্কোর

ভারতের প্রথম ইনিংসের বিবরণ:-

২০.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে মার্নাস ল্যাবুশানের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। বোলারের কতৃত্বে নয়, ভারত অধিনায়ক সাজঘরে ফেরেন ভুল শট খেলে। ৫৮ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন রোহিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

৫০তম ওভারে ভারত প্রথম ইনিংসে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৫২ রান। শুভমন গিল ১৫৭ বলে ৭৬ রান করেছেন। ৮৬ বলে ৩৪ রান করেছেন চেতেশ্বর পূজারা। ভারত পিছিয়ে রয়েছে ৩২৮ রানে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বিবরণ:-

১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার।

২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান।

৬৩.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। ৭০.৪ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। ২৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার।

১৩০.২ ওভারে অশ্বিনের বলে উইকেটকিপার কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১৮টি চার। একই ওভারে জোড়া সাফল্য অশ্বিনের। ১৩০.৬ ওভারে অশ্বিনের বলে বড় শট খেলার চেষ্টায় অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা অ্যালেক্স ক্যারি। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি।

১৩৫.৩ ওভারে অশ্বিনের বলে শর্ট লেগে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন মিচেল স্টার্ক। ২০ বলে ৬ রান করেন তিনি।

চায়ের বিরতির পরে প্রথম বলেই উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ১৪৬.১ ওভারে অক্ষরের বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিয়ে সাফল্য পায়। ২১টি বাউন্ডারির সাহায্যে ৪২২ বলে ১৮০ রান করে মাঠ ছাড়েন খোয়াজা।

১৬৫.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টড মার্ফি। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৬১ বলে ৪১ রান করেন মার্ফি। মারেন ৫টি চার।

১৬৭.২ ওভারে অশ্বিনের বলে কোহলির হাতে ধরা পড়েন নাথান লিয়ন। ৯৬ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৬টি চার। অস্ট্রেলিয়া ৪৮০ রানে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। অশ্বিন ৯১ রানে ৬টি উইকেট দখল করেন। শামি ১৩৪ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পকেটে পোরেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

দুই দলের একাদশ:-

অস্ট্রেলিয়ার একাদশ:-

উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

ভারতের একাদশ:-

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ