ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আগামী টি-২০ বিশ্বকাপে নিজের দলকে নিয়ে যা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১১ ১৫:১৬:৩৯
আগামী টি-২০ বিশ্বকাপে নিজের দলকে নিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশ টি-২০ দল ২০২৪ সালে ভালো টি-টোয়েন্টি দল নিয়ে বিশ্বকাপে যাবে, এই বিশ্বাসও মনের মধ্যে পুষে রেখেছেন টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১৫৭ রান তাড়া করতে নেমে জিতেছে ৬ উইকেট আর ২ ওভার হাতে রেখে।

দলের এমন ভয়ডরহীন ক্রিকেট নিয়ে বেশ খুশি সাকিব। ম্যাচের পর তিনি বলেন, ‘এটাই আমরা করতে চাই। টি-টোয়েন্টিতে যখন আপনার বেশি কিছু ভাবনার সময় থাকে না, আপনার ভালো পারফর্ম করার জন্য ইনটেন্ট থাকতে হয়। এই জিনিসটাই আমরা ড্রেসিংরুমে তৈরি করার চেষ্টা করছি। সৌভাগ্যক্রমে আমরা সেটা মাঠে দেখাতে পেরেছি। আশা করছি আমরা এই মানসিকতা ড্রেসিংরুমে এবং মাঠে দেখাতে পারব।’

সাকিবের চোখে ২০২৪ বিশ্বকাপ, যেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বিশ্বাস করেন, ওই বিশ্বকাপ আসতে আসতে ভালো একটা দলে পরিণত হতে পারবে টাইগাররা।

সাকিব বলেন, ‘একটা ভালো শুরু হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে, এটা খুব ভালো শুরু হয়েছে। আমরা এখন থেকেই সেটা বিল্ড করতে পারি। এখান থেকে ভালো কিছু পেতে পারি। যখন বিশ্বকাপ আসবে ততদিনে আমরা ভালো দলে পরিণত হবো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ