ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

রেকর্ড, রেকর্ড, রেকর্ড: ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৩ ১১:১৪:৫৮
রেকর্ড, রেকর্ড, রেকর্ড: ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ

রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকদের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতেই তাড়া করে টাইগাররা।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের আনন্দে মাতল সাকিব আল হাসানের দল।

২০০৫ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হয়। প্রথমবার বিশ্বকাপ মাঠে গড়ায় ২০০৭ সালে। সেই থেকে এখন পর্যন্ত মোট ৮বার বিশ্বকাপের আসর বসেছে। চ্যাম্পিয়নের মুকুট পড়েছে মোট ৬টি দেশ। ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে শিরোপা জয় করে। ওয়েস্ট ইন্ডিজ জিতে ২০১২ ও ২০১৬ সালে। এ ছাড়া ২০০৭ সালে ভারত, ২০০৯ সালে পাকিস্তান, ২০১৪ সালে শ্রীলঙ্কা, ২০২১ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়।

ইংল্যান্ডের আগে বিশ্বকাপজয়ী এই দলগুলোর কোনোটিই চ্যাম্পিয়ন হওয়ার পরের সিরিজেই কখনো হারেনি।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে চ্যাম্পিয়নের মুকুট পড়ে ইংল্যান্ড। এরপর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিই ছিল তাদের টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ।

সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এখন ২-১ এ এগিয়ে বাংলাদেশ। সাকিবদের সামনে এখন সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ