ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৩ ১৬:৩০:৫২
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে শুধু নিউজিল্যান্ড সফরের ২টি টেস্ট জিততে হতো। কাজটা সহজ ছিল না মোটেও। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের সুযোগ তৈরি করে শ্রীলঙ্কা। যদিও রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ড শেষমেশ জয় তুলে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

কারও সর্বনাশ তো কারও পৌষমাস। এক্ষেত্রে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে। সুতরাং, আমদাবাদ টেস্টের ফলাফল যাই হোক না কেন, ভারতের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-

১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।

২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।

৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৫, জয়-৮, হার-৬, ড্র-১, পয়েন্ট-১০০, পয়েন্টের শতকরা হার- ৫৫.৫৬।

৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১১, জয়-৫, হার-৫, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৪৮.৪৮।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।

৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১৩, জয়-৪, হার-৭, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৪.৬২।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১২, জয়-৩, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৪৮, পয়েন্টের শতকরা হার- ৩৩.৩৩।

৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ