ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেসির ক্লাব পিএসজিতে তোলপাড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৪ ০৯:৫১:১৭
মেসির ক্লাব পিএসজিতে তোলপাড়

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। দু’টি পর্বেই হেরেছে তারা। গত বুধবার খেলা ছিল বায়ার্নের ঘরের মাঠে। তার দু’দিন আগে, অর্থাৎ গত সোমবার এক তারকা ফুটবলার অনুশীলনে হাজির হয়েছিলেন মত্ত অবস্থায়। তিনি বেশ কিছু ক্ষণ অনুশীলনও করেন। পরে কোচ বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান। সেই ফুটবলারের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

রোমেন মোলিনা নামে এক সাংবাদিক সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে বলেন, “যদি ক্লাবের মালিক জানতেন যে ভেতরে কী চলছে, তা হলে কী হত কে জানে। অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে (বায়ার্নের মাঠ) প্রথম একাদশে থাকা এক ফুটবলার সোমবার সকালের মত্ত অবস্থায় অনুশীলনে হাজির হয়েছিল।” কোচের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ঘটনার পরেও সেই ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন তিনি। মোলিনার দাবি, শুক্রবার বিকেলে এবং শনিবার সকালেও তাঁকে পার্টি করতে দেখা গিয়েছে।

স্বাভাবিক ভাবেই জল্পনা বেঁধেছে, কে ওই ফুটবলার। নাম প্রকাশ না করা হলেও বিভিন্ন সূত্রে যা খবর, তাতে সেই ফুটবলার বড় মাপেরই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ