ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইতিহাস গড়ে বিশ্বকাপ বাছাইয়ে সুযোগ করে নিল নেপাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ১৭ ১০:৫৫:৪৫
ইতিহাস গড়ে বিশ্বকাপ বাছাইয়ে সুযোগ করে নিল নেপাল

এদিন ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হয় নেপাল। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ৩১০ রান যোগ করে আরব আমিরাত। এতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩১১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। দলীয় একশো রানের আগেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে রীতিমতো ছিটকে পড়ে তারা। তবে পঞ্চম উইকেটে আরিফ শেখ এবং ভীমের জুটিতে শক্ত ভিত পায় দলটি।

এরপর ব্যক্তিগত ৬৭ রান করে সাজঘরে ফেরেন ভীম। তারপর ক্রিজে আসেন গুলশান ঝা। মূলত তার ব্যাটেই জয়ের দিকে এগোতে থাকে নেপাল।

কিন্তু জয়ের জন্য নেপালের যখন ৩৬ বলে ৪২ রান বাকি ছিল, তখন আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ ঘোষণা করেন মাঠের আম্পায়াররা। এতে ডাকওয়ার্থ লুইস (ডিএলএস) পদ্ধতিতে ৯ রানের জয় পায় রোহিদের দল।

প্রসঙ্গত, আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। যা চলবে ৯ জুলাই পর্যন্ত। এ বাছাইপর্বে মোট ১০ টি দল থাকবে। সেখান থেকে মাত্র দুটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ