ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাইফউদ্দিনের অবিশ্বাস্য বোলিং দেখলো ক্রিকেট ভক্তরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ২৫ ১৬:২০:১৮
সাইফউদ্দিনের অবিশ্বাস্য বোলিং দেখলো ক্রিকেট ভক্তরা

ম্যাচটি অনুষ্টিত হয় সাভারের তিন নম্বর মাঠে। খুব সহজে জয় তুলে নিয়েছে আবাহনী। অবশ্য কাজটা সহজ করেছেন দলের দুই ক্রিকেটার মিলে। টস জিতে আগে বোলিং নিয়েছিল আবাহনী। গাজী গ্রুপের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি।

মাহমুদুল হাসান , অমিত মজুমদার, রবি তেজা, আকবর আলী, মেহরব হাসান ও বোলার সুমন খান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউই ইনিংস বড় করতে পারেননি। অবশ্য মাহমুদুল ও রবি তেজা ৩০ ও ৪২ রানের ইনিংস খেললেও তাদের আউট করেছেন তানভির ও সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের ৩০ রানে ৪ উইকেটে গাজী গ্রুপ ১৫৩ রানেই আটকে যায়। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। এ দুজনের জুটি থেকে আসে ৭৬ রান।

এনামুল ছন্দে থেকেও ফিফটি হাঁকাতে পারেননি। ৩৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের সঙ্গে ৬৩ রানের জুটি বাঁধেন নাঈম শেখ। তবে শেষ পর্যন্ত ইন্দ্রজিতকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাঈম।

তিনি খেলেন ১০০ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস। অবশ্য বল হাতে দুর্দান্ত থাকায় ম্যাচ সেরার পুরস্কার উঠে সাইফউদ্দিনের হাতে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ