ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নিজের পছন্দের ৪ ব্যাটসম্যানের নাম জানালেন বাবর আজম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ০৭ ১৬:১১:১০
নিজের পছন্দের ৪ ব্যাটসম্যানের নাম জানালেন বাবর আজম

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান। এরপর দেশটির এক ক্রীড়া সংবাদমাধ্যম 'ক্রিকেট পাকিস্তান' এর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন পাক অধিনায়ক বাবর। সেখানে ২৮ বছর বয়সী এই তারকা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

সেখানেই নিজের প্রিয় চারজন ব্যাটসম্যানের নাম জানিয়েছেন বাবর, যাদের খেলা দেখতে পছন্দ করেন তিনি। ওয়ানডেতে বর্তমানে এক নম্বর এই ব্যাটারের পছন্দের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

বাবর বলেন, ‘আমি অনেক ব্যাটারের খেলা অনুস্মরণ করি। তাদের কোনো খেলা মিস করলে আমি হাইলাইটস দেখি। আমি সত্যিই উইলিয়ামসনের খেলা পছন্দ করে। আমি আবদুল্লাহ শফিকের খেলা পছন্দ করি।’

এরপর কাদের খেলা পছন্দ করেন, এমন প্রশ্নে বাবরের উত্তরে জো রুটের নাম জানান। যেকোনো কন্ডিশনে বড় স্কোর করার ক্ষমতা রয়েছে রুটের। আর বাবরের সবশেষ পছন্দ জস বাটলার। ইংলিশ উইকেটকিপার ব্যাটার দ্রুত রান তুলতে সক্ষম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ