বিতর্কের মুখে কোহলির সেই সেঞ্চুরি

কোহলিকে সেঞ্চুরি করতে দিতে আম্পায়ার কেন নাসোমের বল ওয়াইড দেননি? উত্তর জানা আছে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির সেঞ্চুরি এখনো বিতর্কের বিষয়। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আম্পায়ার রিচার্ড কেটলবরো। অনেকের দাবি, কোহলিকে সেঞ্চুরি করতে দিতে নাসুম আহমেদকে ওয়াইড বল দেননি আম্পায়ার।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ রান। আর সেঞ্চুরি পেতে কোহলিকে করতে হতো ৩। ঠিক সেই মুহূর্তে লেগ সাইডে বল করেন টাইগার স্পিনার নাসুম। তবে বলের লাইন বুঝে বাঁ পা সরিয়ে নেন কোহলি। ফলে বল চলে যায় মুশফিকুর রহিমের হাতে।
সাধারণত; এমন ডেলিভারি ওয়াইড হয়। কিন্তু নাসুমের ওই ডেলিভারিটি তা দেননি আম্পায়ার কেটেলবরো। এতে বিস্মিত হন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, কোহলির সেঞ্চুরি নিশ্চিত করতে ওয়াইড দেননি আম্পায়ার। আবার অনেকে দাবি করেছেন, কোহলিকে শতক বঞ্চিত করতে ইচ্ছাকৃতভাবে ওয়াইড করার চেষ্টা করেন নাসুম। এ নিয়ে আম্পায়ারের সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।
তবে মূল বিষয় হলো, বোলারদের সুবিধার জন্য একটি নিয়ম পরিবতর্ন করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সেটাই কোহলির অনুকূলে চলে গেছে। বোলারদের কথা ভেবে তৈরি হওয়া নতুন নিয়মের জন্যই ওয়াইড দেননি আম্পায়ার। যার সুযোগ নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।
আধুনিক ক্রিকেটে ব্যাটারদের অফ-স্টাম্প, লেগ-স্টাম্পের দিকে সরে গিয়ে শট খেলার প্রবণতা বেড়েছে। ফলে ২০২২ সালের মার্চে ওয়াইড বলের নিয়মে রদবদল আনে এমসিসি। ওই বছরের ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা কার্যকর করে আইসিসি। সেজন্যই মূলত নাসুমের বলটি ওয়াইড দেননি আম্পায়ার কেটেলবরো।
তবে নিয়ম পাল্টে যাওয়ার আগে এমসিসি ক্রিকেটের নিয়মাবলির ২২.১.১ ধারায় সেই বলটি ওয়াইড হিসেবে বিবেচিত হতো। ব্যাটসম্যান যেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার প্রাথমিক স্টান্সের সময়েও নাগাল এড়িয়ে যেত সেটি।
তবে নিয়ম বদলের পর ব্যাটারদের পরিবর্তিত অবস্থানের ওপরে জোর দেয়া হয়। অর্থাৎ, এখন ওয়াইড দেয়ার জন্য বিবেচিত হয় বল খেলার সময় ব্যাটার কোথায় দাঁড়িয়ে আছেন। রানআপ থেকে বোলারের ডেলিভারি স্ট্রাইডের মাঝে তিনি কোথায় ছিলেন। তার প্রাথমিক স্টান্স কী ছিল।
এক্ষেত্রে নাসুমের ডেলিভারির আগে ওপেন স্টান্সে দাঁড়িয়েছিলেন কোহলি। তার ফ্রন্ট ফুট ছিল লেগ স্টাম্পের বাইরে। টাইগার স্পিনার বল ছাড়ার পরে স্টান্স বদল করেন ভারতীয় ব্যাটার। কিছুটা ভেতরের দিকে সরে যান এবং বলের নাগাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
কোহলি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে নাসুমের বল গিয়ে লাগত তার প্যাডে। সুতরাং, নিয়ম মেনেই ওয়াইড দেননি কেটেলবরো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ: ব্যাটিংয়ে বিপর্যয়ে ভারত, লাইভ দেখুন এখানে
- আজ ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- দুটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন: বিনিয়োগকারীদের মধ্যে আলোচনার জন্ম
- চলছে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ: টস শেষ, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি: ডিএসইর কড়া সতর্কবার্তা জারি
- শেয়ার কারসাজি: বিএসইসি’র কড়া তদন্তের নির্দেশ, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক
- 'এ' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর এক কোম্পানির শেয়ার
- পুঁজিবাজারে নতুন চমক! ৪ কোম্পানিতে উদ্যোক্তা বিনিয়োগ বৃদ্ধি
- চলছে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ: ব্যাটিংয়ে ভারত, লাইভ দেখুন এখানে
- ভারতকে লড়াকু রানের টার্গেট দিল পাকিস্তান, লাইভ দেখুন এখানে
- শেয়ারবাজারে রেকর্ড! ৪ কোম্পানির চমকপ্রদ উত্থান, কেন?
- দুই কোম্পানির ডিভিডেন্ডে হতাশ বিনিয়োগকারীরা
- এশিয়া কাপ শিরোপা নিলো না ভারত