ফাইনালে হেরে যাওয়ায় বাংলাদেশের থেকে অন্যভাবে প্রতিশোধ নিচ্ছে ভারত

ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে উড়ছিল রোহিত শর্মার ভারত। যাইহোক, প্যাট কামিন্সের দল সদ্য সমাপ্ত টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে অপরাজিত উড়তে থাকা দলকে পরাজিত করে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে।
সাম্প্রতিক ক্রিকেটে ভারতের অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠছে বাংলাদেশ। বাইশগজের পেরিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার আঁচ পাওয়া যায়।। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের তার তার প্রমান দেখা গেছে। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একদল বাংলাদেশি সমর্থক উচ্ছ্বাস এবং ব্যঙ্গ-বিদ্রুপে হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ার কল্যানে ভারতীয়দের চোখ এড়ায়নি।
ভারতীয়রা এটাকে মোটেও ভালোভাবে নেয়নি। এ কারণে পশ্চিমবঙ্গের পাথুরে শহর দার্জিলিং-এর একটি হোটেল তার হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে আসা বাংলাদেশীদের কাছে দার্জিলিং অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। Ryoporas Taktsang হোটেল তার ফেসবুক পেজে জানিয়েছে যে তারা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশী পর্যটকদের কাছ থেকে বুকিং গ্রহণ করবে না।
অবশ্য কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সরাসরি না জানালেও বিশ্বকাপে ফাইনাল ভারতের হারের পর বাংলাদেশিদের উচ্ছ্বাসের জেরেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পোস্টটির মন্তব্যের ঘরে গেলেই বোঝা যাচ্ছে।
ফেসবুক পোস্টে তারা লিখেছে, 'অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং আর নেওয়া হবে না। ধন্যবাদ।' ইংরেজি এবং বাংলা, দু'টি ভাষাতেই এই বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে পোস্টে ভারতীয় পতাকার ইমোজি রয়েছে। পোস্ট করার পর থেকেই অনেক ভারতীয় বিষয়টির প্রশংসা করছেন।
অনেকেই আবার বিষয়টির বিরোধিতা করছেন। কেউ কেউ প্রতিবাদ করে জানিয়েছেন, গুটি কয়েক উগ্র মানসিকতার মানুষদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত বদলায়নি।
এদিকে বিশ্বকাপ ফাইনালের পর ছয়দিন কেটে গেলেও ওই খেলার ফলাফল নিয়ে বাংলাদেশের একাংশের উচ্ছাস প্রকাশ যেমন বন্ধ হয় নি সামাজিক মাধ্যমে, তা নিয়ে আবার উল্টোদিকে ভারতীয় বাঙালীদের একাংশও পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এদের কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে ‘বয়কট বাংলাদেশ’ ডাক দিচ্ছেন। দুই তরফেই সামাজিক মাধ্যমে নানা পোস্ট-পাল্টা পোস্ট করা অব্যাহত রয়েছে।
ভারতীয় বাঙালীদের একাংশের সামাজিক মাধ্যমে বাংলাদেশকে নানা ক্ষেত্রে বয়কট করার ডাক দেওয়া হচ্ছে। কেউ বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কথা বলছেন, কেউ বলছেন কলকাতা বই মেলায় বাংলাদেশী প্রকাশকদের যেন স্টল দিতে না দেওয়া হয়। কয়েকজনের পোস্টে চোখে পড়ছে বাংলাদেশী সংস্থার যেসব পণ্য ভারতে পাওয়া যায়, সেগুলো বন্ধ করা হোক।
পারমিতা প্রামাণিক নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, একটা সময় খুব ইচ্ছা হতো বাংলাদেশ যাবো, দেখবো সোনার বাংলা কিন্তু যারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গা করে তাদের মাঝে কোনো দিন যেতে চাই না।
চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী তার এক্সে (সাবেক টুইটার) আরেকজনের পোস্ট করা একটি ভিডিও রিপোস্ট করেছেন, যেখানে বিশ্বকাপ ফাইনালের পরে বাংলাদেশিদের উচ্ছসিত হতে দেখা যাচ্ছে। ওই ভিডিওর ওপরে মি. মুখার্জীর ছোট্ট মন্তব্য- 'হ্যালো ইন্দিরা গান্ধী, হাই জগমোহন ডালমিয়া'।
ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ইন্দিরা গান্ধীর ভূমিকা আর বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের পিছনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকার কথাই মনে করিয়ে দিয়েছেন মি. মুখার্জী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- ৫ আগস্ট ছুটি, জানুন কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকবে বন্ধ
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- অনলাইনে নামজারি আবেদন: যা যা লাগবে ও কতদিনে হবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: মেজর সাদিকের পরিচয় ফাঁস
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- ভূমি আইন ২০২৪: খাজনা না দিলে জমি থাকবে না আপনার
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ভর্তি নিয়ম ও ফল প্রকাশের তারিখ এক নজরে
- আজকের সকল দেশের টাকার রেট(৩১ জুলাই ২০২৫)
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারবাজারে আসছে ১৫ বড় প্রতিষ্ঠান