ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ-আফগানিস্তান ও ব্রাজিল-ইন্দোনেশিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৭ ০৯:৫৭:০৩
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ-আফগানিস্তান ও ব্রাজিল-ইন্দোনেশিয়া

আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ প্যাকেজ নিয়ে এসেছে। ভোরের আলো ফুটতেই একদিকে যেমন রয়েছে বাংলাদেশের যুবাদের ক্রিকেট মহারণ, ঠিক তেমনি দিনের দ্বিতীয় ভাগে রয়েছে বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ এবং ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে টাইগার যুবাদের চতুর্থ ওয়ানডে ম্যাচটি নিঃসন্দেহে সকলের নজর কাড়বে। সবমিলিয়ে ক্রিকেট ও ফুটবলের মিশেলে আজকের দিনটি কাটবে চরম উত্তেজনায়।

নিচে আজকের খেলার সময়সূচি বিস্তারিত দেওয়া হলো:

আজকের খেলার সময়সূচি

ইভেন্টপ্রতিদ্বন্দ্বীসময় (বাংলাদেশ সময়)চ্যানেল/মাধ্যম
**৪র্থ যুব ওয়ানডে** বাংলাদেশ বনাম আফগানিস্তান সকাল ৯টা টি স্পোর্টস
ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ইংল্যান্ড বনাম হাইতি সন্ধ্যা ৬–৩০ মি. ফিফা+ টিভি
ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ব্রাজিল বনাম ইন্দোনেশিয়া রাত ৯–৪৫ মি. ফিফা+ টিভি
জার্মান বুন্দেসলিগা ব্ৰেমেন বনাম ভলফসবুর্গ রাত ১–৩০ মি. সনি স্পোর্টস টেন ২
লা লিগা এলচে বনাম রিয়াল সোসিয়েদাদ রাত ২টা রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

দিনের খেলার বিস্তারিত

যুব ক্রিকেট: টাইগারদের সামনে আফগান চ্যালেঞ্জ

দিনের শুরুটা হচ্ছে ক্রিকেটের মধ্য দিয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল আজ আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে তাদের চতুর্থ একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে মাঠে নামবে। দুই দলের জন্যই এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। সকাল ৯টা থেকে টি স্পোর্টসে সরাসরি এই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

ফুটবল বিশ্বকাপ: তারুণ্যের লড়াই

দিনের পরবর্তী আকর্ষণ ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মঞ্চে আজ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ড, তাদের প্রতিপক্ষ হাইতি। এরপর রাত পৌনে দশটায় আরেক ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার। দুটি ম্যাচই ফিফা+ টিভিতে সরাসরি দেখা যাবে।

ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

যারা রাতে জেগে ইউরোপীয় ফুটবলের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। জার্মান বুন্দেসলিগায় ব্ৰেমেন ও ভলফসবুর্গের মধ্যেকার ম্যাচটি শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে, যা সনি স্পোর্টস টেন ২ চ্যানেলে সম্প্রচারিত হবে। এর কিছুক্ষণ পরেই স্প্যানিশ লা লিগার ম্যাচে এলচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। লা লিগার এই ম্যাচটি রাত ২টা থেকে রাজধানী টিভি এবং বিগিন অ্যাপে উপভোগ করা যাবে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ