চোখ ধাঁধানো গোল করে দলকে জয় এনে দিলেন ডি মারিয়া (ভিডিও)
আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য সুন্দর গোল করে শিরোনাম হয়েছেন। আর্জেন্টিনার সাথে ফাইনালে চার গোল করে দলকে শিরোপা এনে দেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের ম্যান অব দ্য ম্যাচ। তার ক্যারিয়ার এমনই, বড় ম্যাচের খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন তিনি। ডি মারিয়ার বয়স সত্ত্বেও গোলের ক্ষুধা খুব একটা কমেনি।
কিছুদিন আগে তিনি বলেছিলেন ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য তিনি জাতীয় দলের জার্সি রাখতে চান। বেলায় বেলায়ার বয়স এখন ৩৫ বছর। তবে ইতিমধ্যে এই বয়সে ডি মারিয়া চমক দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের জীবন-মরণ ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিনি বেনফিকাকে ইউরোপা লিগেও নিয়ে যান।
সালজবার্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেতেই হতো বেনফিকাকে। আগেই নিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়া হচ্ছেনা পর্তুগিজ ক্লাবটির। তবে জয় না পেলে ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়তো তারা। অ্যাওয়ে ম্যাচে তাই বেনফিকার উপর চাপটাও ছিল বেশি।
কিন্তু দলে ডি মারিয়া থাকায় এমন ম্যাচে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে ছিল বেনফিকা। হয়েছেও তাই। এক গোল আর এক অ্যাসিস্টে দলের জয়ে ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন তারকা। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। এমনকি এই এক গোলের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রেন্ডিংয়েও শীর্ষে উঠে এসে এসেছেন ডি মারিয়া।
অবশ্য ডি মারিয়ার আসল জাদু দেখা গিয়েছে ম্যাচের ৩২তম মিনিটে। সংঘবদ্ধ আক্রমণ থেকে কর্নার পায় বেনফিকা। ডানপ্রান্তে পাওয়া সেই কর্নার নেন ডি মারিয়া। বাতাসে তার হালকা সুইং করা বল আটকানোর সাধ্য ছিল না সালজবার্গ গোলরক্ষক স্লাগারের। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাফা সিলভার গোলেও সহায়তা করেন তিনি।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে ইউরোপা লিগে যাচ্ছে বেনফিকা। শীর্ষ দুই অবস্থান নিশ্চিত করে শেষ ষোলোতে পা রাখছে রিয়াল সোসিয়েদাদ এবং গতবারের রানারআপ ইন্টার মিলান। আর সবার নিচে থেকে গ্রুপ পর্ব থেকেই চ্যাম্পিয়ন্স লিগকে বিদায় জানাল অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত করে
- নিয়ম ভঙ্গের অভিযোগে দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং লাইসেন্স বাতিল করল ডিএসই
- বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা মনোস্পুল বাংলাদেশের
- একযোগে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইনটেকের লভ্যাংশ ঘোষণা
- ইজেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: সরাসরি দেখুন (Live)
- তমিজউদ্দিন টেক্সটাইলের নগদ লভ্যাংশ ঘোষণা
- তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো ইসলামী ব্যাংক
- আজ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- কনফিডেন্স সিমেন্টের নগদ লভ্যাংশ ঘোষণা, মুনাফা বেড়েছে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচ লাইভ দেখুন (live)
- আবারও বাড়লো সোনার দাম
- এমবি ফার্মাসিউটিক্যালসের নগদ লভ্যাংশ ঘোষণা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ওয়ানডে: ভিন্ন ভাবে শেষ ম্যাচ, জানুন ফলাফল