সাকিবকে অধিনায়ক করে তামিমের অপেক্ষায় বিসিবি

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব এখন আর গোপন কিছু নয়। ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে তামিমকে বাদ দেয়ার পর অভিযোগের আঙ্গুলটা উঠেছে সাকিবের দিকেই। এক টিভি সাক্ষাৎকারে সাকিব প্রকাশ্যেই তামিমের ওপর নিজের ক্ষোভ ঝাড়েন।
নিজের ভেরিফাইড পেজে তামিমও সবকিছুর ব্যাখ্যা দেন। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি। পরিস্থিতি এমন সাকিব খেললে তামিম খেলবে না, তামিম খেললে সাাকিব খেলবে না। তাদের এই দ্বন্দ্ব মেটাতে একেবারেই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো বিসিবি দু’জনকেই একইসঙ্গে দলে চায়। তাও কি সাকিব নেতৃত্ব দিবেন তিন ফরম্যাটে আর তামিম ফিরে আসবেন দলে।
এমন আশাই করছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিমকে নিয়ে তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করেছি, যেহেতু মিডিয়াতে দেখেছেন।
তামিম বলেছে, মাননীয় সভাপতি উনিও বলেছে তার সঙ্গে একটা মিটিং হয়েছে। এরমধ্যে তামিম ভবিষ্যতের ক্রিকেট নিয়ে কী আলাপ-আলোচনা হয়েছে আমি জানি না।’ যতটা জানা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তামিম। বিশ্বকাপের পর ইনজুরির কারণে এখনো মাঠে ফেরেননি সাকিব।
এরমধ্যে তিনি আবার অংশ নিচ্ছেন জাতীয় নির্বাচনে। তার নির্বাচনী ব্যস্ততাও শুরু হয়ে গেছে। বিশ্বকাপের আগে বলেছিলেন আসর শেষ হলে আর তিনি অধিনায়ক থাকবেন না। শুধু তাই নয় ক্রিকেট মাঠে কবে ফিরবেন তারও নেই কোনো নিশ্চয়তা। তাকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এমনকি তার নেতৃত্বে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ।
বিশ্বকাপে হতাশার পারফরম্যান্সে সেটি কিছুটা স্বস্তি হয়ে এসেছে দেশের ক্রিকেটে। এরপরও তাকে লম্বা সময়ের জন্য দলনেতা হিসেবে ভাবছে বিসিবি। ক্রিকেটের অভিভাবক সংস্থার চাওয়া সাকিবই তিন ফরম্যাটের দলনেতা হিসেবে বহাল থাকুক। এমনটি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘এখানে পুনর্বিবেচনার বিষয় আসে না। সাকিব এখনো আমাদের অধিনায়ক।
এখন আমরা শান্তকে দিয়েছি (ভারপ্রাপ্ত হিসেবে), তাকে বলেছি শুধু দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে আপনারা জানেন। লম্বা সময়ের অধিনায়কত্বের মধ্যে সব ফরম্যাটে এখনো সে অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক।
সামনের ফরম্যাটগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু ওঠে না। আমরা জানি সে এখনো অধিনায়ক। আমরা চাই সে নিজে অধিনায়ক থাকুক।’ তবে শান্ত এর আগে ওয়ানডে অধিনায়কত্বও করেছেন সাকিবের অনুপস্থিতিতে। বিশ্বকাপে সাকিবের ইনজুরির পর তিনিই দলকে নেতৃত্ব দেন। তাই টেস্টে তার নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। তার দারুণ নেতৃত্বে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ।
এমনকি জাগিয়েছিল সিরিজ জয়ের সম্ভাবনাও। এরপরও সাকিবেই ভরসা বিসিবি’র। তবে সাকিবের সঙ্গে থেকে শান্ত ও মেহেদী হাসান মিরাজ নেতৃত্বে আরও দক্ষ হবেন, এমন আশা বোর্ডের। জালাল ইউনুস বলেন, ‘একটা সময় তো আসবে সাকিব অবশ্যই আর খেলা চালিয়ে যাবে না। হয়তো কোনো ফরম্যাট কমিয়ে দেবে। আমাদের হাতে শান্ত আছে, মিরাজ আছে; আমরা যাদের সম্ভাবনাময় অধিনায়ক বলি।
এটা বোর্ডের কাছে মনে হয় তারা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো তাদের দু’জনেরই সামর্থ্য আছে।’ তবে জাতীয় দল নিয়ে তো আর নাটকের শেষ নেই। সাকিব অধিনায়ক থাকলে তামিম ফিরবে না এমনটাই অনেকটাই নিশ্চিত। আর সাকিব নির্বাচনে জিতলে ক্রিকেটকে কতোটা সময় দিতে পারবে তা নিয়ে আছে প্রশ্ন। যে কারণে তিনি নেতৃত্ব দিবেন কিনা সেটিও চিন্তার বিষয় থাকছে। শুধু তাই নয় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও চাওয়া নতুন ও তরুণদের নিয়ে এগিয়ে যেতে। ধারণা করা হচ্ছে সাকিব যদি শেষ পর্যন্ত অধিনায়ক থাকে সেটি টি-টোয়েন্টি। আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো তিনি দলকে শেষবারের মতো নেতৃত্ব দিতে পারেন। তার ঘনিষ্ঠ সূত্রের দাবিও এমনটাই!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- কলেজ ভর্তি ২০২৫: আজ আবেদন শুরু, কলেজ পছন্দের নিয়ম জেনে নিন
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: মেজর সাদিকের পরিচয় ফাঁস
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- গোপনে গেরিলা প্রশিক্ষণ, ঢাকায় দখল পরিকল্পনায় সক্রিয় আওয়ামী লীগ
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হলি ক্রস কলেজ একাদশ শ্রেণির ভর্তি ২০২৫: আবেদনের সময় ও পরীক্ষা সূচি