পাকিস্তান ওয়ার্নারের প্রিয় প্রতিপক্ষ,পাকিস্তানকে পেলেই জাগে ‘রেকর্ডের নেশা’

বয়স যে শুধুই একটি সংখ্যা—ডেভিড ওয়ার্নার তা দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বয়স ৩৭ পেরোনোর পরও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বিশেষ করে প্রতিপক্ষ যখন হয় পাকিস্তান, তখন তাঁকে থামানো বেশ কঠিন হয়ে যায়। এশিয়ার দলটিকে পেলেই ওয়ার্নারের ব্যাট কাজ করে তরবারির মতো।
পাকিস্তান যে ওয়ার্নারের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা যেন তিনি প্রমাণ করেছেন চার বছর আগেই। ২০১৯-এর নভেম্বরে অ্যাডিলেডে ৪১৮ বলে ৩৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এটা ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ম্যাথু হেইডেনের ৩৮০-এর পর ওয়ার্নারের ৩৩৫ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এরপর ভেন্যু বদলেছে, সংস্করণ বদলেছে—পাকিস্তানকে পাওয়ামাত্রই তিনি করেছেন রেকর্ড।
ওয়ার্নারের রেকর্ড গড়ার পেছনে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। বেঙ্গালুরুতে এ বছরের ২০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। সেদিন ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়েছিলেন ওয়ার্নার। শাহিনকে পুল করতে যান তিনি। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি উসামা মীর। জীবন পাওয়া ওয়ার্নার এরপর ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের সেটা ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতে বিশ্বকাপে অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসান ওয়ার্নার। ২০২৩ বিশ্বকাপেই ওয়ার্নার অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে বিশ্বকাপ ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি করে শীর্ষে উঠেছেন তিনি।
বেঙ্গালুরুর পরে এবার পার্থে পাকিস্তানের মুখোমুখি হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার এবার খেলছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে, যেটা তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। পার্থে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ওয়ার্নার তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন। ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় করেন ১৬৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি এটা। পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। তাতে গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডারের পাশে বসলেন ওয়ার্নার। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে টেস্টে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এই তিন ব্যাটার (গ্রেগ চ্যাপেল, বোর্ডার, ওয়ার্নার)। ৮৬৫১ রান করে টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন ওয়ার্নার। একই সঙ্গে তিনি (ওয়ার্নার) গতকাল মাইকেল কার্ক, ম্যাথু হেইডেনকে পেছনে ফেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- কলেজ ভর্তি ২০২৫: আজ আবেদন শুরু, কলেজ পছন্দের নিয়ম জেনে নিন
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- গোপনে গেরিলা প্রশিক্ষণ, ঢাকায় দখল পরিকল্পনায় সক্রিয় আওয়ামী লীগ
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের সকল দেশের টাকার রেট(২৬ জুলাই ২০২৫)
- গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: মেজর সাদিকের পরিচয় ফাঁস