বিপিএল নিয়ে হাথুরুর বিতর্কিত মন্তব্য, কড়া জবাব দিলো বিসিবি

রাত পোহালেই শুরু হবে বিপিএলের নকআউট পর্ব। এই পর্বটি অতিক্রম করার জন্য, ফ্র্যাঞ্চাইজিগুলি শেষ মুহূর্তে ডেভিড মিলার সহ আরও কার্যকর বিদেশী ক্রিকেটারদের নিয়ে এসেছিল। আজ রোববার কোয়ালিফায়ার ‘১’ আর এলিমিনেটর পর্বের আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চুটিয়ে অনুশীলনও করেছে।
সব মিলিয়ে বিপিএলের নকআউট পর্বের আগে একটা অন্যরকম পরিবেশ শেরে বাংলার আশপাশ এবং টিম হোটেলগুলোতে। ক্রিকেটাররা সর্বোচ্চ সতর্ক। সাবধানী এবং সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত তারা। ভক্ত-সমর্থকরাও নিজ নিজ দল নিয়ে আশার জাল বুনছেন।
আগামীকাল সোমবার একদিনে কোয়ালিফায়ার ‘১’ ও এলিমিনেটর ম্যাচ দেখার প্রস্ততি নিয়ে ফেলেছেন সবাই। চারদিকে যখন এমন অবস্থা, ঠিক তখন মাঠের বাইরের এক ঘটনা বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের একটি উক্তি পুরো পরিবেশ-পরিস্থিতিকে তেতো করে দিয়েছে। ক্রিকেটের অন্যতম সেরা ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে বাংলাদেশ হেড কোচ বিপিএলের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন।
হাথুরু বলেছেন, ‘আমি বিপিএল দেখে হতাশ হয়ে টিভি বন্ধ করে দেই।’ হাথুরুর এমন মন্তব্যে চারিদিকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিপিএলের মান ও উইকেট নিয়ে অসন্তোষ আছে প্রায় সবারই। বিপিএল যেভাবে সাড়া ফেলতে পারতো, তা পারেনি। একযুগ পর দশম আসরেও বিপিএলের মানের প্রত্যাশিত উন্নতি হয়নি। এটা অনেকেরই মত। তাই বলে বিপিএল দেখার মতো না কিংবা টিভি বন্ধ করে দেওয়ার মত এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট- এমন কথা অতি বড় সমালোচকও বলবেন না।
খোদ বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ যদি এমন মন্তব্য করেন, তাহলে ব্যাপারটা কেমন দেখায়? তিনি তো শুধু বাংলাদেশ জাতীয় দলের হেড কোচই নন। দেশের ক্রিকেটেরও অংশ। তিনি কী করে বিসিবি আয়োজিত টুর্নামেন্ট বিপিএল নিয়ে ঢালাও এমন কটাক্ষ ও অবজ্ঞা প্রদর্শন করেন? হাথুরু তো বিসিবির বেতনভুক্ত কোচ। তিনি কি এমন মন্তব্য করার এখতিয়ার রাখেন? বিসিবি ব্যাপারটিকে কিভাবে নিয়েছে? এমন মন্তব্যের জন্য বিসিবি কি হাথুরুকে কারন দর্শানো নোটিশ দিবে? বিসিবিতে এ নিয়ে প্রতিক্রিয়া কি? বোর্ড কর্তারাই বা হাথুরুর এমন বলগাহীন মন্তব্য নিয়ে কি ভাবছেন? এমন নানা প্রশ্নের উত্থান হয়েছে গণমাধ্যম পাড়ায়।
বিসিবির প্রধান নির্বাহী তাৎক্ষণিকভাবে বেশি কিছু বলতে না চাইলেও একটা বিষয় পরিষ্কার। বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি নিয়ে হাথুরুর ওই মন্তব্য নিয়ে বোর্ডে ব্যাপক সাড়া ফেলেছে। বোর্ড থেকে তার কাছে কারনও জানতে চাওয়া হয়েছে। যথাযথ ব্যাখ্যা দিতে না পারলে হাথুরুকেও বোর্ড এক হাত নেবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বিষয়টি নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন।
রোববার দুপুরে জাগো নিউজের সাথে আলাপেকালে বিসিবি সিইও বলেন, ‘তারাও ক্রিকইনফোকে দেওয়া হাথুরুর ইন্টারভিউ পড়েছেন। মন্তব্যটি তাদের নজরেও এসেছে।’ বিসিবি সিইও জাগো নিউজের কাছে স্বীকার করেছেন, বোর্ড থেকে হাথুরুর কাছে ব্যাখ্যাও জানতে চাওয়া হয়েছিল।
নিজামউদ্দীন বলেন, ‘মুঠোফোনে হাথুরুসিংহের কাছে ইন্টারভিউয়ের ওই অংশ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি (হাথুরু) কথাটি যেভাবে বলেছেন, সেভাবে উপস্থাপিত হয়নি। মানে, হাথুরু বোঝানোর চেষ্টা করেছেন, অতিরঞ্জিত লিখা হয়েছে।
হাথুরু বোর্ডকে জানান, তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলে বিস্তারিত বিসিবিকে জানাবেন। তারপর বিসিবি কর্তাদের সাথে ব্যাপারটি নিয়ে কথা বলতে বসবেন টাইগার হেড কোচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: অবিশ্বাস্য ভাবে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- চলছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: যেভাবে আবেদন করবেন জানুন এক নজরে!
- চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: ব্যাটিংয়ে ভারত, সরাসরি দেখুন (Live)
- আজ শুরু এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: মোবাইল দিয়ে আবেদন করবেন যেভাবে
- আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: বোলিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন (Live)
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর রেজাল্ট কবে দিবে
- স্বর্ণের দামে বড় পতন, কারণ কি, সোনার ভরি কত
- আজ আসছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: আপনার HSC খাতা কি আবার নতুন করে দেখা হবে? নম্বর বাড়ে যে ৪ কারণে!
- বোর্ড সভার তারিখ জানালো ৭ কোম্পানি, আসছে ইপিএস
- আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম, জানুন সোনার দাম ভরি কত