যে কারণে বজ্রপাত হয় জেনেনিন কুরআনের আলোকে
তাপদাহে ভ্যাপসা গরমের যাতনার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এই সুবাদে উচ্চতাপের দাপট কমে আসছে। জনজীবনে আসছে কমবেশি প্রশান্তি।
এদিকে টানা এক মাসেরও বেশিদিন নজিরবিহীন উচ্চতাপ, খরা-অনাবৃষ্টির পর এবার দেশে ভয়াবহ আকারে বজ্রপাত এবং কালবৈশাখীর আশঙ্কা করছেন আবহাওয়া ও ভূতত্ত্ব বিশেষজ্ঞমহল।
কারণ দেশে টানা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের পরই (বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের পূর্বে) বজ্রপাত ও কালবৈশাখী ঝড় বৃদ্ধির আবহ তৈরি হয়।
বজ্রপাতের প্রচণ্ড গর্জন এবং আলোর ঝলকানি মহান আল্লাহতায়ালার মহাশক্তির বহিঃপ্রকাশ। বজ্রপাতের গর্জন ও আলোর ঝলকানি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সতর্কবাণী।
বজ্রপাত আল্লাহতায়ালা তাঁর প্রিয় বান্দাদের সাবধান করার জন্য বর্ষণ করে থাকেন। তিনি চাইলে এ বজ্রপাতের মাধ্যমে তাঁর অবাধ্য সীমালঙ্ঘনকারী বান্দাদের শাস্তি প্রদান করতে পারেন, যদিও আল্লাহতায়ালা সব সময় তাঁর বান্দার প্রতি শাস্তিদানের মতো কঠোর আচরণ করেন না।
কেননা আল্লাহতায়ালা বান্দার জন্য রাহমান, রাহিম; গাফুর ও গাফ্ফার। মহান আল্লাহতায়ালা বজ্রপাত প্রসঙ্গে কুরআনে ইরশাদ করেন, ‘মেঘের গর্জন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতাগণও তা-ই করে তার ভয়ে। আর তিনি গর্জনকারী বজ্র পাঠান, অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর। (সূরা রা’দ : আয়াত ১৩)।
হাদিসে এসেছে, ‘হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহ বলেছেন, আমার বান্দারা যদি আমার বিধান যথাযথ মেনে চলত, তবে আমি তাদের রাতেরবেলায় বৃষ্টি দিতাম আর সকাল বেলায় সূর্য (আলো) দিতাম এবং কখনো তাদের বজ্রপাতের আওয়াজ শুনাতাম না।’ (মুসনাদে আহমদ)
কুরআনের আলোকে বজ্রপাতের কারণ
বজ্রপাতের নামে নাজিলকৃত সূরার নাম ‘সূরা-রাদ।’ ১৩ নম্বর পারা, ১৩নং সূরা। বজ্রপাতের কারণ হিসাবে পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ‘দেশে জুলুম-অত্যাচার অতিমাত্রায় বেড়ে গেলে বজ্রপাত হয়।’ সূরা নিসা, আয়াত-১৫৩। বজ্রপাত আল্লার গজবের প্রমাণ। সূরা আনকাবুত, আয়াত-৪০।
আল্লার বিধান অমান্য করার কারণেই বজ্রপাত হয়। জুলুম-অত্যাচার ও গুনাহের কাজ যত বাড়বে, বজ্রপাত তত বাড়বে। সূরা যারিয়াত, আয়াত-৪৪। বজ্রপাত আল্লাহ গজবের স্পষ্ট প্রমাণ। সূরা তুর, আয়াত ৪৫। অতএব, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহপাকের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করা ছাড়া কোনো উপায় নেই।
বজ্রপাত থেকে বাঁচার দোয়া
বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষায় প্রিয়নবি (সা.) তাঁর উম্মতদের বিভিন্ন দোয়া ও তাসবিহ শিখিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) যখন বজ্রের শব্দ শুনতেন তখন বলতেন-‘আল্লাহুমা লা তাকতুলনা বিগজাবিকা ওয়ালা তুহলিকনা বিআজাবিকা ওয়া আফিয়া ক্ববলা জালিকা।’ (তিরমিজি)।
অন্য বর্ণনায় এসেছে-হজরত ইবনে আবি জাকারিয়া (রা.) বলেন, বর্ণিত আছে যে ব্যক্তি বজ্রের আওয়াজ শুনে এ দোয়া পড়বে-‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ সে বজ্রপাতের আঘাতপ্রাপ্ত হবে না।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা)।
অন্য রেওয়ায়েতে এসেছে-হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (সা.) যখন মেঘের গর্জন শুনতেন তখন কথাবার্তা ছেড়ে দিতেন এবং এ আয়াত পাঠ করতেন-‘সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালা-ইকাতু মিন খিফাতিহি’।
অর্থ : আমি সেই সত্তার পবিত্রতা ঘোষণা করছি, যার পবিত্র ঘোষণা করছে মেঘের গর্জন তাঁর প্রশংসার সঙ্গে। আর ফেরেশতাকুল প্রশংসা করে ভয়ের সঙ্গে। (মুয়াত্তা মালেক, মিশকাত)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: ৪০ আসনে প্রার্থী পরিবর্তন? তালিকা প্রকাশ!
- Earthquake Today: ফের ভূমিকম্পে রাস্তায় নামল জনতা
- বাংলাদেশ বনাম আজারবাইজান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- earthquake today: আবারো ৪.২ তীব্রতার ভূমিকম্প
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ৩য় টি-২০: খেলাটি সরাসরি দেখুন Live
- খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ৩য় টি-২০: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কঠোর শাস্তির মুখে শিক্ষকরা: পরীক্ষা বন্ধের জেরে কঠোর অবস্থানে সরকার
- আজ বাংলাদেশ বনাম আজারবাইজান ম্যাচ: সরাসরি Live দেখার উপায়
- আজকের সোনার দাম: (মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫)
- earthquake today- ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া
- আজ বাংলাদেশ বনাম আজারবাইজান ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- পে স্কেল: পে কমিশনের সবশেষ পদক্ষেপ
- earthquake today: বাংলাদেশে ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল কোথায়
- বিশ্ববাজারে কমলো স্বর্ণ-রুপার দাম, বাংলাদেশে স্বর্ণের ভরি কত