ঢাকা, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

আইপিএল থেকে যত টাকা পেলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৭ ০১:৪৮:০২
আইপিএল থেকে যত টাকা পেলেন মুস্তাফিজ

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।

ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।

চলতি আইপিএলে সেরা সময় পার করেছেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের কারণে চেন্নাই সুপার কিংসের মধ্যমণি হয়ে উঠেছিলেন মুস্তাফিজ। তাইতো মুস্তাফিজের বিদায়ে বেশ সমস্যাতে পড়েছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজের বিদায়ে হাহাকার শোনা গেছে চেন্নাইয়ের হেড কোচের কণ্ঠে।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে পুরো আইপিএল খেলার এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যার ফলে আইপিএলের মাঝ পথে আইপিএল ছাড়তে হয়েছে ফিজকে। আইপিএল ছাড়ার আগে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন।

এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন মাঝ পথে আইপিএল ছাড়াতে পুরো টাকা পাবে তো মুস্তাফিজ। এর উত্তর আছে। চুক্তি অনুযায়ী চেন্নাই ফিজকে পাওয়ায় পুরো দুই কোটি রুপিই পাবেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে ২২ গজে দেখা নাও যেতে পারে। ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়তে পারে বাংলাদেশ। হয়তো সেই যাত্রায় মুস্তাফিজকে দেখা যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে