Alamin Islam
Senior Reporter
খালেদা জিয়ার শূন্য ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন যারা: জানালেন সালাহউদ্দিন
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্ধারিত তিনটি সংসদীয় আসনে দলের হয়ে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা পরিষ্কার করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খালেদা জিয়ার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, আইনি প্রক্রিয়ায় তারাই এখন বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি দলের এই সিদ্ধান্তের কথা জানান।
৩ আসনে বিএনপির চূড়ান্ত লড়াকু প্রার্থী যারা
নির্বাচনী ছক অনুযায়ী খালেদা জিয়ার তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) আগেই ‘ব্যাকআপ’ বা বিকল্প প্রার্থী রেখেছিল দল। নেত্রীর প্রয়াণে এখন তারাই দলের মূল কান্ডারি। তারা হলেন:
ফেনী-১: রফিকুল আলম মজনু
বগুড়া-৭: মোরশেদ আলম
দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম
সালাহউদ্দিন আহমদ বলেন, “যেহেতু এই তিন আসনে আমাদের নেত্রীর পাশাপাশি বিকল্প প্রার্থীদেরও মনোনয়নপত্র জমা দেওয়া আছে, তাই নিয়মানুযায়ী তারাই ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।”
ভোট পেছানোর কোনো আইনি সুযোগ নেই
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন প্রক্রিয়া স্থগিত বা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ আইনি ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোট স্থগিত বা বাতিলের কোনো আইনগত সুযোগ নেই।
তিনি আরও বলেন, “মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রতীক বরাদ্দের পর যদি কোনো প্রার্থীর মৃত্যু হতো, তবেই কেবল ভোট স্থগিতের আইনি প্রশ্ন আসত। কিন্তু বেগম জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন বাছাই প্রক্রিয়ার আগেই। বর্তমানে আইনি সত্তা (Legal Entity) হিসেবে তিনি আর বিদ্যমান না থাকায় তার মনোনয়নপত্রটি স্বাভাবিকভাবেই বাতিল হবে। ফলে বিকল্প প্রার্থীরা বৈধতা পেলে তারাই ওই আসনগুলোর মূল প্রতিদ্বন্দ্বী হবেন।”
শোকাতুর তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব
দলের ক্রান্তিলগ্নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “ব্যক্তিগতভাবে তিনি প্রচণ্ড শোকাহত হলেও একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে তাকে শক্ত থাকতে হবে। দেশের স্বার্থে এবং দলের এই কঠিন সময়ে তাকে দৃঢ় মনোবল নিয়ে নেতৃত্ব দিতে হবে—এর কোনো বিকল্প নেই।”
বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও তার পরবর্তী পরিস্থিতি মাথায় রেখেই বিএনপি যে কৌশলী অবস্থান নিয়েছিল, সালাহউদ্দিন আহমদের বক্তব্যে সেটিই ফুটে উঠেছে। এখন আইনি ধাপগুলো পার করে এসব আসনে নতুন প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারে নামবেন বলে আশা করছে দলটি।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- খালেদা জিয়াকে নিয়ে করা মাশরাফির ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- ৩টি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়
- হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন তারেক রহমান, দেখে চমকে যাবেন
- খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থীহলেনযারা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানুন কবে হবে?
- হুহু করে কমল সোনা-রুপার দাম: ২২ ক্যারেট মিলছে ১ লক্ষ ২৮ হাজার টাকায়
- রুমিন ফারহানা ও ৮ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
- খালেদা জিয়ার বিদায়, অবিশ্বাস্য ভাবে যা বললেন শেখ হাসিনা
- জানা গেল খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে ও জানাজার সময়
- হলফনামায় যত টাকার অর্থ সম্পদ দেখালেন এনসিপির সারজিস আলম
- শেয়ারবাজার থেকে তারেক রহমানের যত টাকা আয়
- আজকের সোনার দাম:(বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫)
- ১২ কেজি এলপিজি এখন ১৮০০ টাকা: কেন কাটছে গ্রাহকের পকেট? জানুন কারণ