Alamin Islam
Senior Reporter
নতুন বছরে ব্রাজিল থেকে নেইমার ভক্তদের জন্য সুখবর
ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই নিজের ফুটবল ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় সাজাতে চলেছেন এই ফরোয়ার্ড। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। ইতিমধেই নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন এই ফুটবল জাদুকর।
ইন্টার মায়ামি গুঞ্জন ছাপিয়ে সান্তোসেই আস্থা
গত বছরের জানুয়ারিতে আল হিলালের পাঠ চুকিয়ে সান্তোসে প্রত্যাবর্তন করেছিলেন নেইমার। মাঝে ইন্টার মায়ামিতে গিয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সেই পুরোনো ‘এমএসএন’ ত্রয়ীর পুনর্মিলন নিয়ে জোর গুঞ্জন উঠলেও তা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিচ্ছে না। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, নেইমার সান্তোসের সঙ্গেই তার সম্পর্ক আরও এক বছরের জন্য নবায়ন করেছেন। ফলে আপাতত মার্কিন মুলুকে যাওয়ার সম্ভাবনা স্তিমিত হয়ে পড়েছে।
খাদের কিনারা থেকে সান্তোসকে উদ্ধার
সৌদি আরবে চোটের কারণে নিজের চেনা ছন্দ দেখাতে না পারলেও, দেশের মাটিতে সান্তোসের জন্য কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন নেইমার। গত মৌসুমে ক্লাব যখন অবনমনের শঙ্কায় ধুঁকছিল, তখন ফিটনেস সমস্যা আর শারীরিক যন্ত্রণা নিয়েই দলের ত্রাতা হয়ে ওঠেন তিনি। বিশেষ করে লিগের শেষ চার ম্যাচে ৫টি দর্শনীয় গোল করে সান্তোসকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই তারকা।
লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ ও ফিটনেস পুনরুদ্ধার
নেইমারের বর্তমান সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী বছরের ফিফা বিশ্বকাপ। সম্প্রতি তার হাঁটুতে একটি আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়েছে। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে হওয়া এই অস্ত্রোপচারের পর নেইমার এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
সান্তোস কর্তৃপক্ষের মতে, নেইমার এখন নিজেকে পূর্ণ ফিট করে তুলতে কঠোর পরিশ্রম করছেন। গ্লোবো এসপোর্তের প্রতিবেদন অনুযায়ী, মাঠে ফিরতে নেইমারের আরও প্রায় এক মাস সময় লাগতে পারে। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ড ২০২৩ সালের পর চোটের কারণে আর জাতীয় দলে খেলতে পারেননি।
আনচেলত্তির কঠিন শর্ত ও ব্রাজিলের বিশ্বকাপ মিশন
২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসর বসবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে জায়গা করে নিতে হলে নেইমারকে শতভাগ ফিটনেস প্রমাণ করতে হবে। গ্রুপ 'সি'-তে থাকা ব্রাজিলের মুখোমুখি হতে হবে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির। ফলে জাতীয় দলে প্রত্যাবর্তন এবং বিশ্বকাপের মঞ্চে নিজেকে মেলে ধরাই এখন নেইমারের সামনে মূল চ্যালেঞ্জ।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- খালেদা জিয়াকে নিয়ে করা মাশরাফির ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- ৩টি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়
- হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন তারেক রহমান, দেখে চমকে যাবেন
- খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থীহলেনযারা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানুন কবে হবে?
- হুহু করে কমল সোনা-রুপার দাম: ২২ ক্যারেট মিলছে ১ লক্ষ ২৮ হাজার টাকায়
- রুমিন ফারহানা ও ৮ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
- খালেদা জিয়ার বিদায়, অবিশ্বাস্য ভাবে যা বললেন শেখ হাসিনা
- জানা গেল খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে ও জানাজার সময়
- হলফনামায় যত টাকার অর্থ সম্পদ দেখালেন এনসিপির সারজিস আলম
- শেয়ারবাজার থেকে তারেক রহমানের যত টাকা আয়
- আজকের সোনার দাম:(বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫)
- ১২ কেজি এলপিজি এখন ১৮০০ টাকা: কেন কাটছে গ্রাহকের পকেট? জানুন কারণ