ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ আগস্ট ০৭ ১৬:৩১:৩২
বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারেন সাকিব

বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলছেন সাকিব আল হাসান। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। চলতি মাসের ১৩ তারিখে জাতীয় দলের কম্পে যোগ দেয়ার কথা রয়েছে তার। তবে এখন প্রশ্ন উঠেছে দেশের চলমান পরিস্থিতে সাকিব দেশে ফিরবেন কিনা।

এমন এক প্রশ্নে আসন্ন পাকিস্তান সফরে সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা পাওয়া গেল শাহরিয়ার নাফিসের কন্ঠে। আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ বলেন, ‘বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত কিন্তু দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।

শোনা যাচ্ছে, আসন্ন পাকিস্তান সফরের দুই টেস্টের সময় ছুটি নিতে পারেন সাকিব। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরিকল্পনা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করবে বিসিবি। নাফিস বলেন, ‘১৩ অগাস্ট তাঁর আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ অগাস্ট।

তার আরও ২-৩ ম্যাচ (ফ্র‍্যাঞ্চাইজি লিগে) রয়েছে। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করব। তাঁর পরিকল্পনা জানার চেষ্টা করব।’এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল সংসদ ভেঙে দেওয়ার পর এখন আর সাকিব সাংসদ নন। বাঁহাতি এই অলরাউন্ডারকে এখন শুধুই ক্রিকেটার।

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর এই দলের সাংসদদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কানডায় প্রবাসী বাঙলিদের আক্রোশের শিকার হয়েছেন সাকিব। দেশে ফিরলে হয়তো আরো বড় ঝামেলায় পড়তে পারেন বাঁহাতি অলরাউন্ডার।

এজন্য সাকিবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ আছে বিসিবির। নাফিস বলেন, ‘রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবু প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ