দায়িত্ব পেয়েই যে ক্রিকেটারের প্রশংসায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ

আজ বিসিবিতে ইতি হয়েছে নাজমুল হাসান পাপনের। আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সাবেক ক্রীড়া মন্ত্রী ও বিসিবি বস পাপন। এরপর দেশের বিসিবির চেয়ারে বসেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পরই সংবাদ সম্মেলন করেছেন তিনি। মিরপুর শের-ই বাংলার প্রেস কনফারেন্স রুমে কথা বলেছেন অনেক বিষয়ে।
আর দায়িত্ব পেয়েই এক তরুন ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুন বল করে সবার নজর কাড়েন বাংলাদেশের তরুন লেগ স্পিনার রিশাদ হোসেন। ফারুক আহমেদের চোখও এড়ায়নি তার পারফরমেন্স। সে কারণে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রিশাদকে নিয়ে আলাদা করে কথা বলেছেন ফারুক।
বিসিবি সভাপতি বলেছেন, ‘একটা প্রশ্ন আমি করব, আমার মনে হয় রিশাদ একজন ভালো ক্রিকেটার। সে কিন্তু লঙ্গার ভার্সনটা খুব ভালো খেলতে পারে। (দল গঠনে) এরকম সাজেশন থাকবে। আমার মনে হয় এই ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ছেলেটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ স্পিন ও আর্ম বলের সঙ্গে টার্ন করাতে পেরেছে। যে কারণে আমার কাছে মনে হয়েছে সে টেস্ট ম্যাচ অথবা এইচপি....(দলে খেলতে পারে)। আমি জানিনা ও ‘এ’ টিমে খেলতে গেছে কি না। অন্য যেকোনো একটা লেভেলে লেগ স্পিনারদের অনেক বল করতে হয়। সেজন্য এরকম সাজেশন আর কি।’
২২ বছর বয়সী রিশাদ বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। ফরম্যাটটিতে এখন পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৯ উইকেট শিকার করেছেন। এ ছাড়া খেলেছেন তিনটি ওয়ানডে ম্যাচ, যেখানে তার উইকেট একটি। হয়তো টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর এবার টেস্টেও দেখা যেতে পারে রিশাদকে। বিসিবি সভাপতির বক্তব্যে তেমন ইঙ্গিতই মিলছে!
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা