ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল তামিমের ফেসবুক পোস্ট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ আগস্ট ২৪ ১৩:৩৯:৩০
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল তামিমের ফেসবুক পোস্ট

সবচেয়ে খারাপ সময়ে মধ্য দিয়ে পার হচ্ছে বাংলাদেশ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের প্রায় ১০টি জেলা। দেখা দিয়েছে খাবার পানির সংকট। চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। দেশের এমন অবস্থা থেকে উত্তরণের জন্য এগিয়ে দেশের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। দেশের মানুষের এমন সম্প্রতি আর উদার মানসিকতা তামিম ইকবালের হৃদয় ছুঁয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।'

'এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।'-যোগ করেন তামিম।

তার পোস্টের শেষ অংশে লেখা, 'যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।'

এর আগেও দেশের বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন তামিম। তিনি লিখেন, 'ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য। '

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ