শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ২য় টেস্টের ২য় দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করার পর দিনের শেষ বেলায় মাত্র দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটি তাতে অবিচ্ছিন্ন থেকেছে ১০ রান তুলে।
সাদমান ৯ বল খেলে ৬ আর জাকির ৩ বল খেলে ০ রানে অপরাজিত। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ২৬৪ রানে, হাতে আছে পুরো ১০ উইকেট।
টানা দুই বলে পাকিস্তানের শেষ দুই উইকেট নিল বাংলাদেশ। আগের ওভারের শেষ বলে তাসকিনের বলে সালমান আউট হওয়ার পর মিরাজ তাঁর নতুন ওভারের প্রথম বলে ফেরালেন আবরার আহমেদকে।
সামনে এগিয়ে খেলতে চাওয়া আবরার বল মিস করে লিটনের হাতে স্টাম্পড হয়েছেন। পাকিস্তানের প্রথম ইনিংসে অলআউট ২৭৪ রানে।
পাকিস্তানের শেষ উইকেটটি মিরাজের পঞ্চম। ৬১ রানে ৫ উইকেট নিলেন বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার। মিরাজ এ নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পেলেন দশবার।
আগের ওভারে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও মোহাম্মদ আলী বেশি ক্ষণ টিকলেন না। মিরাজের বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হয়েছেন। মিরাজ নিলেন চতুর্থ উইকেট, পাকিস্তান হারাল অষ্টম ব্যাটসম্যান।
মেহেদী হাসান মিরাজের আগের ওভারেই এজড হয়েছিল খুররম শেহজাদের। বল নিচু হয়ে দ্রুতই চলে যায় স্লিপে। বলটি নাজমুলের আঙুলে লাগলেও আটকাতে পারেননি। তবে পরের ওভারে আর বাঁচতে পারেননি খুররম। মিরাজের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড–অফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানকে।
তাঁর আগের ওভারে একটুর জন্য বেঁচে গেছেন আগা সালমান। কিন্তু এবার আর বাঁচতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানকে নাজমুল হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন নাহিদ। দ্বিতীয় টেস্টে এটাই তাঁর প্রথম উইকেট।
দুর্দান্ত ডেলিভারি! বলে ফ্লাইট দিয়ে ঝুলিয়ে ছেড়েছিলেন সাকিব আল হাসান। বাবর পেছনে পায়ে খেলতে গিয়ে ফাঁদে ফেঁসেছেন। বলটা তাঁর প্রত্যাশামতো টার্ন করেনি। আর্ম বল! বাবরের ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা আঘাত হেনেছে প্যাডে। আউটের আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার। বাবরও রিভিউ নেননি। ৭৭ বলে ৩১ রান করে আউট হলেন বাবর।
‘ওয়ান ব্রিংগস অ্যানাদার’ বলে একটা কথা আছে। মেহেদী হাসান মিরাজ সেই কথাটিই যেন মনে করিয়ে দিলেন। মধ্যহ্ন বিরতির পরপরই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ফিরিয়েছেন মিরাজ। এবার তিনি আউট করলেন ওপেনার সাইম আইয়ুবকেও।
মাসুদের মতোই ফিফটি পেরিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন আইয়ুব। খেলছিলেন রয়েসয়ে, মাথা ঠান্ডা রেখে। কিন্তু মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে বড় শট খেলার ‘লোভ’ সামলাতে পারেননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে গিয়ে বলে ব্যাটের নাগাল পাননি। বল গিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের হাতে। বেল দুটি ফেলে আইয়ুবকে স্টাম্পড করেন লিটন।
১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।
ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- আগামীকাল বাংলাদেশ বনাম হংকং ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইল ও টিভিতে থেকে লাইভ দেখার উপায়
- ডিভিডেন্ড ঘোষণা নিয়ে নতুন মোড়: তালিকাভুক্ত কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন
- পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি: ৪ কোম্পানির জবাব ও সাম্প্রতিক চিত্র
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে