মুশফিক, মাহমুদউল্লাহকে পেছনে ফেলে শীর্ষে মিরাজ

ঘণ্টায় ১৩০ কিলোমিটারের মতো বলের গতি। খুররমের শেহজাদের বাউন্সার পিক করতে লিটনের কোনো সমস্যাই হলো না। পুল করে পাঠিয়ে দিলেন স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে। বাংলাদেশ ও লিটনের ইনিংসে এটি প্রথম ছক্কা। বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৯।
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরে এক টেস্টে ৫ উইকেট ও ফিফটি পেয়েছেন মিরাজ। প্রত্যাশিতভাবেই প্রথম এই কীর্তি করেছেন সাকিব আল হাসান। দুটোই ওয়েস্ট ইন্ডিজর মাটিতে, তাদের বিপক্ষেই। একটি ২০০৯ সালে অন্যটি ২০১৮ সালে। সব মিলিয়ে সাকিব এই কীর্তি গড়েছেন আটবার। মিরাজ করেছেন দুইবার।
মিরাজ ছন্দে আছেন। সেটা বোঝা গেছে তাঁর ইনিংসের প্রথম বল থেকেই। বাংলাদেশের ব্যাটিং ধসের পর উইকেটে এসে ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। এরপর পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং কৌশল বদলেছেন। ফিফটি পেয়েছেন ৮১ বলে। টেস্টে এটি মিরাজের অষ্টম ফিফটি। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন। খেলেছিলেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি পেলেন। টেস্টে এটি লিটনের ১৮তম ফিফটি। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর যেভাবে দলকে টেনেছেন, গুরত্বের বিচারে নিঃসন্দেহে এটি তাঁর অন্যতম সেরা।
লিটন- মিরাজ যেন অন্য উইকেটে ব্যাটিং করছেন। লাঞ্চের পর থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন দুজন। শেষ দুই ওভারে বাউন্ডারি মেরেছেন ৬টি। দুজনেই আছেন ফিফটির কাছাকাছি। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫।
বাংলাদেশের ইনিংসে সর্বশেষ আউট হয়েছেন সাকিব আল হাসান। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট।
ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে জাকিরকে দিয়ে শুরু। এরপর সাদমান ফেরেন অষ্টম ওভারে। একই ওভারে নাজমুলকে ফিরিয়েছেন খুররম শেহজাদ। খুররমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা। সব মিলিয়ে ১৪ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কা জেগেছে বাংলাদেশের। এই মুহূর্তে ৪ উইকেট হারিয়ে ২৪ রান বাংলাদেশের।
দিনের তৃতীয় ওভারে একপ্রকার ‘জীবন’ই পেয়েছেন জাকির হাসান। কিন্তু পরের ওভারে আর ‘জীবন’ পেলেন না তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ১ রান করে।
ইনিংসের প্রথম বলেই ‘জীবন’ পেয়েছিলেন সাদমান ইসলাম। মীর হামজার বলে স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৩ বলে ১০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ২ উইকেটে ২০ রান করেছে বাংলাদেশ।
৮ নম্বর কিংবা এর পরে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটি:
৭—মেহেদী হাসান মিরাজ
৬—মাহমুদউল্লাহ
৫—মোহাম্মদ রফিক
৩—মাশরাফি বিন মুর্তজা
৩—মুশফিকুর রহিম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সরকারি চাকরিজীবীদেরজন্য সুসংবাদ! ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!