
MD. Razib Ali
Senior Reporter
অধিনায়ক মিরাজ

বর্তমানে বাংলাদেশ দল পাকিস্তান সফরে আছে। সেখানে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। এই টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশীপের অংশ হওয়াতে দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। চলমান দ্বিতীয় টেস্ট ম্যাচে ড্র করতে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ।
এই সিরিজে দুর্দান্ত ছন্দ আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে দুই দিকেই সমান ভাবে অবদান রাখছেন। শুধু এই সিরিজ নয় বিগত ৩-৪ বছর যাবৎ টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ক্রিকেটার। তবে তাকে নিয়ে মাঝে মাঝে নানা নাঠক করা হয়।
যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে বলে নিশ্চিত করা হয় মিরাজকে। তবে শেষ মূহুর্তে তাকে বাদ দেয়া হয়। তবে মিরাজকে টি-টোয়েন্টিতে বাদ দেয়ার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল হাথুরু ও তৎকালীন নির্বাচক প্যানেল। কেননা ভাইস ক্যাপটেন থাকার পরও তাকে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে একটা ম্যাচও খেলায়নি টিম ম্যানেজমেন্ট।
এরপর তো তাকে বাদ দিয়ে দেয়া হলো টি-টোয়েন্টি থেকে। তাকে বাদ দেয়ার পেছনে অনেক বড় কারণ হলো অধিনায়কত্ব। কেননা নাজমুল হোসেন শান্ত যদি অধিনায়ক হিসেবে ফেল করে তাহলে দলে একমাত্র মিরাজ ছাড়া আর কেউ নাই অধিনায়ক হওয়ার মত। তখন লিটন ছিলেন অফ ফর্মে। সাকিব অধিনায়কত্ব করতে চান না। আর এই সব কারণেই মিরাজকে পরিকল্পনা করে বাদ দেয়া হয়। আর হাথুরু চাচ্ছিল শান্ত অধিনায়ক থাকুক যাতে করে তার রাজত্ব করতে সুবিধা হয়।
তবে টি-টোয়েন্টিতে তার পারফরমেন্স কিন্ত তার পক্ষে কথা বলে। সর্বশেষ ৫টি টি-টোয়েন্টি ম্যাচের দুটিতে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ। একটি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। তবে টেস্টে যে শান্ত’র পারফরমেন্স তাতে তাকে বাদ দিয়ে মিরাজকে আমরা অধিনায়ক করার দাবি তুলতে পারি।
টি-টোয়েন্টি ফরমেটের মত টেস্টেও ফেল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে টাপ সিচুয়েশন দলের হয়ে ব্যাটে বলে অবদান রাখছেন মিরাজ। সর্বশেষ ৮ ইনিংসের ৫টি ফিফটি পেয়েছেন মিরিজ। বাকি চারটি যথাক্রমে ৪৮, ৪৪, ২৩। ফিফটি পাওয়া ইনিংস গুলো যথাক্রমে ৫৫, ৭০, ৮৮, ৭৭, ৭৮ রান।
বল হাতেও দারুন ফর্মে আছেন এই ক্রিকটার। এই পাকিস্তান সিরিজের কথায় বলা যাক। ব্যাটিং সহায়ক উইকেটেও দারুন বল করেছেন মিরাজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইতিমধ্যে ৫ উইকেটে নিয়েছেন তিনি। এমন একজন পারফরমার যদি দলের অধিনায়ক হয় তাহলে না দল মেটিভেট হবে। অধিনায়ক দলকে মেটিভেট করতে পারবে। আর একজন নন পারফরমার কোনো দিন দলকে মেটিভেট করতে পারবে না। এখনোই সময় মেহেদী হাসান মিরাজকে টেস্টে অধিনায়ক করার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করা হোক, সবকিছু বেরিয়ে যাবে
- ১৯তম শিক্ষক নিবন্ধনে যুগান্তকারী পরিবর্তন, বয়সেও আসছে ছাড়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন কোথায় ও লাইভ দেখার উপায়
- আজ বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানতে হবে যেসব শর্ত