পাকিস্তানের বিপক্ষে ১৮৫ লক্ষ্য, ইতিহাস কথা বলছে বাংলাদেশের পক্ষে

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। এখন ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে নিজেদের দ্বিতীয় ইনিংসে এত রান তাড়া করে কি কখনো জিতেছে বাংলাদেশ? উত্তরটা হ্যাঁ। একবার নয়, দুবার এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ।
প্রথমবার ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৬ রানের লক্ষ্যটা ৪ উইকেট হাতে রেখেই দেশের বাইরে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে ৯৭ বলে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেই দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেই ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলা সাকিব আল হাসান।
পরের ঘটনাটা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর সেই ম্যাচ ছিল টেস্টে বাংলাদেশের শততম। মাইলফলকের সেই ম্যাচ জিতেই উপলক্ষটা উদ্যাপন করে বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকুর রহিমের দলের লক্ষ্য ছিল ১৯১ রানের। ওপেনার তামিম ইকবালের ৮২ রানের ইনিংসটাই সহজ করে দেয় বাংলাদেশের পথচলা। এই ম্যাচও বাংলাদেশ জেতে ৪ উইকেটে।
টেস্টে ৬ বার ২১৫ বা এর চেয়ে কম রানের লক্ষ্য পেয়ে ছয়বারই জিতেছে বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশের জয় এই ছয়টিই। ১৪৪তম টেস্ট খেলা বাংলাদেশ এবারের আগে চতুর্থ ইনিংসে রান তাড়া করেছে ৪০ বার। এই ৪০ টেস্টে মাত্র ছয়বারই ২১৫ বা এর চেয়ে কম রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ওই ছয় ম্যাচেই। এর মধ্যে দুবার অবশ্য মাত্র ৩০ ও ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। যার সর্বশেষটি গত মাসে রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে। ওই ম্যাচে ৩০ রানের লক্ষ্য ১০ উইকেট হাতে রেখেই পেরোয় নাজমুল হোসেনের দল।
এই টেস্টের আগে যে ৪০ বার রান তাড়া করেছে, তার ২৯টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র করেছে ৫টিতে। এর মধ্যে ২০০৫ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে প্রথমবার সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।
টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করার সুযোগও বাংলাদেশের সামনে। বাংলাদেশ যদি জিতেই যায় তবে ২৪ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে ধবলধোলাই করবে। বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে টেস্ট সিরিজে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ ব্যবধানে হারিয়েই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৯ বছর পর ২০১৮ সালে দেশের মাটিতে আবার ক্যারিবীয়দের ধবলধোলাই করার আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে ৩ ম্যাচ সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ।
১৮৫ বা এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে পাকিস্তান টেস্ট জিতেছে মাত্র তিনবার। যার সর্বশেষটি ২০১২ সালে। আবুধাবিতে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে অলআউট হয়ে হেরেছিল ইংল্যান্ড। পাকিস্তানের বাঁহাতি স্পিনার আবদুর রেহমান ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ইংলিশদের।
১৯৫৪ সালে ওভালে ইংল্যান্ডই পারেনি ১৬৮ রানের লক্ষ্য ছুঁতে। ১৯৯৩ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডকে ১২৭ রানের পুঁজি নিয়েই হারিয়েছিল পাকিস্তান। দলটির রেকর্ড সেটিই।
পাকিস্তানে ২০০ রানের কম লক্ষ্য ছুঁতে নেমে বিপক্ষ দলগুলো মাত্র একবারই হেরেছে টেস্টে। ২০০৫ সালে মুলতান টেস্টে ১৯৮ রানের লক্ষ্যে নেমে ১৭৫ রানে অলআউট হয়ে ২২ রানে হারে ইংল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি