ব্রেকিং নিউজ: নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশ বনাম ভারত সিরিজে যাচ্ছেন তামিম

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ে বাংলাদেশ।
পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এবার টাইগারদের পরবর্তি মিশন ভারত সিরিজ। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এই সিরিজের সময় সূচি।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। স্পিনসহায়ক এই মাঠে প্রথম টেস্টের পর বাংলাদেশ চলে যাবে কানপুরে। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।
দুই টেস্টের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে টি-টোয়েন্টি সিরিজ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এই সিরিজ নিশ্চিতভাবেই কঠিন এক পরীক্ষা হতে চলেছে টাইগারদের জন্য। ৬ তারিখ প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও, সেখানে এখন চলছে সংস্কার কাজ।
পরের দুই ম্যাচ ৯ এবং ১২ অক্টোবর। ৯ তারিখের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর ১২ তারিখের ম্যাচের ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
তবে এই সিরিজের এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে জানা গেছে ১০ তারিখের আগেই বাংলাদেশের দল ঘোষণা করবে বিসিবি। এই সিরিজের দলে না থাকলেও তামিম থাকবেন ভারত সফরে। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তিনি।
এমন সময় জানা গেল তামিম ইকবালও নাকি ভারতের বিমান ধরছেন! তবে ক্রিকেটার হিসেবে নয়, আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন তামিম।
বাংলাদেশের ক্রিকেট বিষয়ক ওয়েব সাইটকে এমনটা নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু।
দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন। ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে।
এর আগেও নানান সময়ে তামিম জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চাওয়ার কথা। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।
তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে। এবার কি তামিম পুরো সময় জুড়ে ধারাভাষ্য দেবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যেমন ধারাভাষ্য দিতে পারেন, একইভাবে অতিথি ধারাভাষ্যকার হিসেবেও তাকে দেখা যেতে পারে।
দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম। দেশের হয়ে শেষবার গত বছরের এপ্রিলে টেস্ট খেলেন তামিম। ঘরের মাঠে সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। একই বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেন তিনি।
১ম টেস্ট-১৯ সেপ্টেম্বর-চেন্নাই
২য় টেস্ট-২৭ সেপ্টেম্বর-কানপুর
টি-টোয়েন্টি সিরিজ
৬ অক্টোবর-গ্বালিয়র
৯ অক্টোবর-দিল্লি
১২ অক্টোবর-হায়দরাবাদ
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি