ব্রেকিং নিউজ: বর্ষসেরার মুকুট জিতলেন মেসি

লিওনেল মেসির যোগদানের পর থেকে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) বদলে গেছে অনেক কিছু। ২০২৩ সালের মাঝামাঝিতে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লেখান এই আর্জেন্টাইন মহাতারকা। এরপর থেকেই ইন্টার মায়ামি পেয়েছে নতুন গতি। মেসির হাত ধরেই দলটি জিতেছে দুটি শিরোপা। এবার মেসি নিজেও পেলেন ব্যক্তিগত স্বীকৃতি—এমএলএস বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট।
২০২৩ মৌসুমে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ইন্টার মায়ামির হয়ে ১৯ ম্যাচে মাঠে নেমে করেছেন ২০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৬টি। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় অংশগ্রহণ এবং চোটের কারণে ৬২ দিন মাঠের বাইরে থাকা সত্ত্বেও তার পারফরম্যান্সে ছাপিয়ে গেছেন সবাইকে। যদিও তার অনুপস্থিতিতে দল ভুগেছে এবং এমএলএসের মূল শিরোপা হাতছাড়া হয়েছে। তবে, এমএলএসের দুটি মর্যাদাপূর্ণ ট্রফির মধ্যে সাপোর্টার্স শিল্ড নিজেদের করে নিয়েছে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি।
মেসি ছিলেন ইন্টার মায়ামির এই সফল যাত্রার মূল নেতা। তার অসামান্য পারফরম্যান্স এবং নেতৃত্বের ফলস্বরূপ তিনি জিতেছেন এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং ক্লাবগুলোর ভোটে এই পুরস্কারটি প্রদান করা হয়। এমএলএসের পক্ষ থেকে জানানো হয়, মেসি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ পান ৩৩.৭০ শতাংশ ভোট। মেসির সতীর্থ লুইস সুয়ারেজসহ বাকিরা ১০ শতাংশের কম ভোট পেয়েছেন।
২০১৫ সালে এই পুরস্কারের নামকরণ করা হয় যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভানের নামে। ল্যান্ডন ডোনোভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার এবার মেসির হাতেই উঠেছে। তবে, এই সাফল্যেও মেসি পুরোপুরি সন্তুষ্ট নন। ইন্টার মায়ামি এবার এমএলএস কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় তার মনোক্ষুণ্ণ। ফাইনাল খেলতে না পারার হতাশা প্রকাশ করে মেসি বলেন, “এবার আমাদের অনেক বড় স্বপ্ন ছিল এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার। সেটা পূরণ হয়নি। তবে, আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।”
মেসি আরও জানান, ব্যক্তিগত সাফল্যের চেয়েও তিনি দলের সাফল্যকে বেশি গুরুত্ব দেন। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে তিনি বলেন, “আমি এই পুরস্কারটি অন্য এক পরিস্থিতিতে পেতে চাই, শনিবারের (এমএলএস কাপ) ফাইনালে খেলতে।” ইন্টার মায়ামি এবার মৌসুমে সর্বোচ্চ ৭৪ পয়েন্টের রেকর্ড গড়লেও এমএলএস কাপে প্লে-অফ থেকে বিদায় নিয়েছে।
এমএলএস কাপের ফাইনালে আগামীকাল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি এবং নিউইয়র্ক রেড বুলস মুখোমুখি হবে। ইন্টার মায়ামি সেই মঞ্চে থাকতে না পারলেও, মেসি ও তার দলের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সমর্থকদের আশার আলো রয়ে গেছে। আগামী মৌসুমে আরও দৃঢ়ভাবে ফিরতে চায় মেসি এবং তার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শোক সংবাদ: মারা গেলেন মুফতি আহমদুল্লাহ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন: ডিএসইর রেকর্ড ডেট প্ল্যান!
- 'জেড' থেকে 'এ' ক্যাটাগরি ও 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর দুই কোম্পানির শেয়ার
- আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম হংকং
- দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- ৫ কোম্পানির শেয়ার কারসাজি: ৩ ব্যক্তিকে দেড় কোটি টাকা জরিমানা বিএসইসির
- বেতন বাড়লো! সরকারি কর্মীদের জন্য নতুন পে-স্কেল
- এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিনিয়োগকারী সতর্ক! ৮ কোম্পানির প্রভাবে শেয়ারবাজারে ধস
- ৫২৫ শতাংশ লভ্যাংশ পেল বিনিয়োগকারীরা
- 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর এক কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক: দুই ফার্মায় ছুটছে বিনিয়োগ!
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- পুঁজিবাজারে ডিজিটাল জালিয়াতি: বিএসইসি-এনটিএমসি'র যৌথ উদ্যোগ
- শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারলো বাংলাদেশ, এশিয়া কাপের গ্রুপ পর্বে হোঁচট