বিপিএলে ম্যাচ চলাকালীন নাহিদ রানাকে নিয়ে অবিশ্বাস্য কান্ড করলেন শাহিন আফ্রিদি

বিপিএলের জমজমাট এক লড়াইয়ে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও টাইগারদের উদীয়মান পেসার নাহিদ রানার দ্বৈরথ ছিল ভক্তদের বিশেষ আকর্ষণ। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিম শুরুটা ঝড়ো করলেও নাহিদের গতি ও কৌশলের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জের এই গতির তারকা নিখুঁত ইয়র্কার দিয়ে তামিমকে পরাস্ত করেন, যা ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে রয়ে যাবে।
ম্যাচের শুরুতেই তামিম তার চিরাচরিত স্টাইলে ঝড় তোলেন। কামরুল রাব্বি ও শেখ মাহাদীর বলগুলোকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ১৫ বলে ২৮ রান তোলেন তিনি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে নেন নাহিদ রানা।
নাহিদের প্রথম তিন বল ডিফেন্স করেন তামিম, যেন রানার গতি বোঝার চেষ্টা করছেন। তবে চতুর্থ বলে তামিম ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে যান। ঠিক এ সময় রানার ১৪৫ কিমি গতির নিখুঁত ইয়র্কার তামিমের অফ স্ট্যাম্প উপড়ে ফেলে। মাঠে হাহাকার, তামিমের লড়াই শেষ মাত্র চার বলেই।
তামিমের বিদায়ের পর নাহিদ নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখেন। বরিশালের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও তার গতির সামনে অসহায় হয়ে পড়েন। পুরো ম্যাচে নাহিদ গড়ে ১৪৩ কিমি গতিতে বল করেন, যা বিপিএলে একজন তরুণ পেসারের ক্ষেত্রে অনন্য উদাহরণ।
নাহিদের বোলিং পারফরম্যান্স দেখে পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি মুগ্ধ না হয়ে পারেননি। রানার এক ইয়র্কারের পর শাহিন তাকে বাহবা দিয়ে বলেন, "তোমার মতো গতির পেসার দলে থাকা সত্যিই বড় সম্পদ।"
নাহিদ রানা নিজেকে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে প্রমাণ করেছেন। চাঁপাই এক্সপ্রেসের এমন দাপুটে পারফরম্যান্স দলকে কেবল অনুপ্রাণিতই করবে না, ভবিষ্যতে বড় বড় মঞ্চে তার জ্বলে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল করে তুলেছে।
এই ম্যাচের পারফরম্যান্সে নাহিদ দেখিয়ে দিয়েছেন, তাকে খেলা মোটেও সহজ নয়। তরুণ এই পেসার যে ভবিষ্যতে টাইগারদের পেস আক্রমণের প্রধান মুখ হতে যাচ্ছেন, তা নিয়ে সন্দেহ নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: পাওয়ার প্লে শেষ, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বড় খবর! আইপিও প্রক্রিয়া বদলে দিচ্ছে ডিএসই: বিনিয়োগের সুযোগ
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!
- জ্বালানি খাতে ১৩ কোম্পানির ক্যাশ ফ্লোতে উল্লম্ফন: বিনিয়োগকারীদের জন্য সুখবর
- তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে: ৩টি প্রধান বাধা!