ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আইপিএল থেকে বাদ পড়ার পর এক কথায় জবাব দিলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ২১:৩৭:৫৫
আইপিএল থেকে বাদ পড়ার পর এক কথায় জবাব দিলেন মুস্তাফিজ

আকাশচুম্বী প্রত্যাশা আর রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েও শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপির যে বিশাল চুক্তি হয়েছিল, মাঠের লড়াই শুরুর আগেই তার সমাপ্তি ঘটল। পরিবর্তিত পরিস্থিতির চাপে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

কেন মাঝপথে থামল যাত্রা?

ভারতে চলমান বিভিন্ন আন্দোলনের জেরে নেটিজেনদের একাংশ মুস্তাফিজকে বয়কটের ডাক দিলে চাপের মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স। পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজের সঙ্গে চুক্তি ছিন্ন করতে। বোর্ডের এই আদেশ পাওয়ার পর কেকেআর একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মুস্তাফিজকে দল থেকে রিলিজ করে দেয়। ফলে ইডেন গার্ডেন্সে কেকেআরের বেগুনি-সোনালি জার্সিতে ফিজের বোলিং দেখার অপেক্ষা আর পূর্ণ হচ্ছে না।

ক্ষোভে ফুঁসছে টাইগার ভক্তরা

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। এর সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কেকেআরের জনপ্রিয়তায়। মুহূর্তের মধ্যেই হাজার হাজার অনুসারী কেকেআরের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। ফলোয়ার কমার এই হার রীতিমতো অস্বাভাবিক।

আক্ষেপ মাখা কণ্ঠে যা বললেন ফিজ

হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে বিডিক্রিকটাইমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুস্তাফিজুর রহমান। অত্যন্ত সংক্ষিপ্ত অথচ আক্ষেপ মাখা স্বরে তিনি বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার।’ তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, আইপিএলের মতো আসর থেকে এভাবে বাদ পড়ায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন তিনি। দুর্দান্ত ছন্দে থেকেও এমন পরিণতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না।

ফর্মের তুঙ্গে থেকেও ব্রাত্য

সম্প্রতি জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি প্রমাণ করেছিলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্ট। বিশেষ করে কলকাতার মন্থর উইকেটে তার কাটারে ব্যাটসম্যানদের কুপোকাত করার দারুণ সুযোগ ছিল। কিন্তু মাঠের বাইরের পরিস্থিতির বলি হয়ে সেই সুযোগ হারালেন তিনি।

৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অংকের এই চুক্তি হারানোর পাশাপাশি ভবিষ্যতে আর কখনও আইপিএলে এমন সম্মানজনক প্রস্তাব পাবেন কিনা, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে ক্রিকেট মহলে।

আল-মামুন/

ট্যাগ: Mustafizur Rahman bowling in ILT20 কেকেআর থেকে বাদ মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান আইপিএল নিউজ মুস্তাফিজ কেন আইপিএল থেকে বাদ পড়লেন? কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজ আপডেট মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার শেষ? ৯ কোটি ২০ লাখ রুপি ও মুস্তাফিজ মুস্তাফিজকে বয়কটের ডাক কেন? বিসিসিআই এবং মুস্তাফিজ ইস্যু দেবজিত সাইকিয়া মুস্তাফিজ নির্দেশ কেন মুস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর? কেকেআর পেজের ফলোয়ার কমছে কেন? মুস্তাফিজের প্রতিক্রিয়া ‘ছেড়ে দিলে কী আর করার’ আইপিএল নিয়ে বাংলাদেশিদের ক্ষোভ কেকেআর বয়কট ট্রেন্ড বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের বর্তমান ফর্ম আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজের বোলিং ইডেন গার্ডেন্সে মুস্তাফিজের রেকর্ড Mustafizur Rahman IPL news KKR released Mustafizur Rahman Why Mustafizur Rahman dropped from IPL? Mustafizur Rahman 9.20 Crore IPL price KKR official statement on Mustafizur Rahman Boycott Mustafizur Rahman India BCCI order to KKR about Mustafizur Debjit Saikia Mustafizur Rahman news KKR followers dropping reason Bangladeshi fans reaction on Mustafiz IPL exclusion Mustafizur Rahman Dubai Capitals performance Mustafizur Rahman record price in IPL auction আইপিএল থেকে বাদ পড়ার পর কী বললেন মুস্তাফিজ? Mustafizur Rahman reaction after being released by KKR কেন ৯ কোটির মুস্তাফিজকে খেলানো হচ্ছে না? Impact of Mustafizur Rahman removal on KKR social media মুস্তাফিজকে ছাড়া কেকেআরের ভবিষ্যৎ কী?

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ