দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাব্বির, দিলেন রোড ম্যাপ

এক সময় জাতীয় দলে আটো চয়েজ ছিলেন সাব্বির রহমান। তবে জাতীয় দল তো দুরে থাক গত আসরে বিপিএলে দল পাননি সাব্বির। এবার তাকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে সাব্বিরের জন্য এই বিপিএলটা ছিলে নিজেকে আবার ট্র্যাকে আনার বিপিএল।
এবারের শুরুর দিকে একাদশে সুযোগ পাননি এই হার্ড হিটার ব্যাটার। তবে সুযোগ পেতেই সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। ব্যাট হাতে রীতি মত বোলারদের ঘাম ঝরিয়েছেন। আর তাতেই নিয়মিত একাদশে মিলেছে সুযোগ। তার এমন পারফরমেন্সের তাকে আবারও জাতীয় দলে দেখতে চান ভক্তরা।
আজ চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। এই দিনও ব্যাট হাতে ২০ রান করেন সাব্বির। এই ম্যাচ শেষে সাব্বিরকে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি বলেন, ‘আমি আসলে টি-টোয়েন্টির প্লেয়ার। ৬-৭ নম্বরে খেলি ওয়ানডেতে, ১০ ওভার পাই। টি-টোয়েন্টিতে ৩ নম্বরে ব্যাট করছি, ২০ ওভারই পাই।'
সাব্বির আর বলেন, 'টিম ম্যানেজমেন্ট যেখানে দিবে আমার প্ল্যান অনুযায়ী চেষ্টা করব। বিপিএল ভালো খেললাম জানি না পরে কী হবে। তবে চেষ্টা করব অনুশীলন ধরে রাখার। প্ল্যান তো জাতীয় দলে খেলার জন্যই।’
এরপর তাকে প্রশ্ন করা নিজের মেধার অপচয় করেছেন কি না। উত্তরে সাব্বির বলেন, ‘আসলে অপচয় না। আমার যেটা রিজিক ছিল আমি পেয়েছি। কোনো ব্যাটার বলতে পারবে না ৬টা ছয় মারতে পারবে। কেউ চেষ্টা করে, কেউ হয়ত ব্যর্থ হয়। আমি চেষ্টা করছি ভালো খেলার, পারফর্ম খারাপ করেছি তাই বাদ পড়েছি।'
তিনি আরও জানান, 'মাঝে গ্যাপ পড়েছে। বিপিএলে খেললাম। যদি সুযোগ হয় আমি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। পরের কাজ হলো অনুশীলন করা নিজেকে সময় দেওয়া এবং প্রস্তুত হওয়া নিজের জন্য।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: পাওয়ার প্লে শেষ, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বড় খবর! আইপিও প্রক্রিয়া বদলে দিচ্ছে ডিএসই: বিনিয়োগের সুযোগ
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!
- জ্বালানি খাতে ১৩ কোম্পানির ক্যাশ ফ্লোতে উল্লম্ফন: বিনিয়োগকারীদের জন্য সুখবর
- তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে: ৩টি প্রধান বাধা!