আইওএস ১৮.৩ আপডেট: বিপাকে আইফোন ব্যবহারকারীরা

অ্যাপল সম্প্রতি তাদের আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৮.৩ উন্মুক্ত করেছে, যা একাধিক নিরাপত্তাত্রুটি সমাধানসহ ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স-সুবিধার মানোন্নয়ন করেছে। ২৭ জানুয়ারি প্রকাশিত এই আপডেট সম্পর্কে অ্যাপল জানিয়েছে, এটি ব্যবহারকারীদের সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাহায্য করবে। তবে আপডেট ইনস্টলের পর অনেক আইফোন ব্যবহারকারী নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষত ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তারা।
আইওএস ১৮.৩ ইনস্টল করার পর অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাদের আইফোনের ব্যাটারি আগের চেয়ে দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্ববর্তী টুইটার) এক ব্যবহারকারী লিখেছেন, “নতুন আপডেটের পর ব্যাটারি আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একবার চার্জ দিলেই কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে, যা আগে হতো না।”
আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, “নিরাপত্তা সমস্যার কারণে বাধ্য হয়ে আইওএস ১৮.৩ ইনস্টল করেছি। তবে আপডেটের পর থেকে আমার আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আশা করি, অ্যাপল দ্রুত এ সমস্যার সমাধান করবে।”
ব্যাটারি সমস্যার বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন আপডেটের পর সাময়িকভাবে ব্যাটারি ব্যাকআপ কমে যেতে পারে। এর কারণ হলো, আপডেটের পরে ডিভাইস ব্যাকগ্রাউন্ডে কিছু অপ্টিমাইজেশন প্রক্রিয়া চালায়, যা ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ ফেলে। তবে কয়েকদিন ব্যবহারের পর এই সমস্যা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা।
আইওএস ১৮.৩ আপডেটের আরেকটি আলোচিত বিষয় হলো, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়া। বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, আগে ম্যানুয়ালি চালু করা লাগত, কিন্তু নতুন আপডেটের পর এটি অটোমেটিকভাবে সক্রিয় হচ্ছে।
এর ফলে যেসব ব্যবহারকারী এই ফিচারটি চালু করতে আগ্রহী নন, তারাও এটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যদিও অ্যাপল এখনো এ বিষয়ে কিছু জানায়নি, তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফিচারটি সেটিংস থেকে ম্যানুয়ালি বন্ধ করা সম্ভব।
যেসব আইফোন ব্যবহারকারী আইওএস ১৮.৩ ইনস্টল করার পর ব্যাটারি সমস্যায় পড়েছেন, তাদের জন্য প্রযুক্তি বিশেষজ্ঞরা কিছু সমাধান দিয়েছেন—
ডিভাইস একবার রিস্টার্ট করুন
ব্যাটারি-সেভিং মোড চালু করুন
ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ রাখুন
কিছুদিন অপেক্ষা করুন, কারণ আপডেটের কারণে সাময়িকভাবে ব্যাটারির ওপর চাপ পড়তে পারে
আইওএস ১৮.৩ আপডেট নিরাপত্তা উন্নতির পাশাপাশি নতুন কিছু সুবিধা এনেছে, তবে ব্যাটারি সমস্যার কারণে অনেক ব্যবহারকারী অসন্তুষ্ট। এখন দেখার বিষয়, অ্যাপল এ সমস্যার সমাধানে নতুন কোনো আপডেট দেয় কি না। আপাতত, যারা ব্যাটারি সমস্যা মোকাবিলা করছেন, তারা উপরের নির্দেশনা অনুসরণ করতে পারেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: টস শেষ, একাদশে ৩ পরিবর্তন, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: পাওয়ার প্লে শেষ, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- বড় খবর! আইপিও প্রক্রিয়া বদলে দিচ্ছে ডিএসই: বিনিয়োগের সুযোগ
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- কিছুক্ষণ পর আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!