
MD. Razib Ali
Senior Reporter
এশিয়ান কাপের দোরগোড়ায় হামজারা, দেখে নিন পয়েন্ট টেবিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন এশিয়ান কাপ খেলার একদম দ্বারপ্রান্তে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষের মাঠ থেকে ড্র নিয়ে চমক দেখিয়েছে জামাল ভুইয়া ও হামজা চৌধুরীর দল। এই ড্র-ই পয়েন্ট টেবিলে শীর্ষে তুলে এনেছে লাল-সবুজদের। ফলে আগামীর পথ অনেকটাই সহজ হয়ে গেছে।
হামজার আগমন, স্বপ্নের উড়ান
ইংলিশ প্রিমিয়ার লিগ অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরীর আগমনের পর থেকেই বাংলাদেশের ফুটবলে যেন নতুন এক উচ্ছ্বাস। তার অভিজ্ঞতা আর নেতৃত্বের সঙ্গে জামাল ভুইয়ার অভ্যন্তরীণ নেতৃত্ব মিলিয়ে বাংলাদেশ এখন একটি ভারসাম্যপূর্ণ ও লড়াকু দল। সমর্থকদের মুখে এখন একটাই কথা—"এশিয়ান কাপে বাংলাদেশ খেলবেই!"
গ্রুপের শীর্ষে বাংলাদেশ, সবার নজর এখন জুন-অক্টোবরের দুই ম্যাচে
বাছাই পর্বের প্রথম রাউন্ড শেষে চার দলেরই পয়েন্ট সমান (১), তবে অ্যাওয়ে ম্যাচ থেকে ড্র নিয়ে ফেরা বাংলাদেশ এগিয়ে আছে গোল পার্থক্যে।এখন সামনে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ:
জুনে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর (সম্ভাব্য ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)
অক্টোবরে বাংলাদেশ বনাম হংকং
এই দুই ম্যাচ ঘরের মাঠে হওয়ায় স্বাগতিক হিসেবে বাংলাদেশের সুবিধা থাকবে অনেক বেশি।
সাম্প্রতিক পারফরম্যান্স: এগিয়ে বাংলাদেশ
পরিসংখ্যান বলছে, বাংলাদেশ তাদের শেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে, সিঙ্গাপুর একটিও জিততে পারেনি এবং নেপালের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও হেরেছে।
হংকংও সিঙ্গাপুরের সাথে ড্র করেই টিকে আছে। ফলে, মাঠে নামার আগে মনস্তাত্ত্বিকভাবে অনেকটাই এগিয়ে আছে জামাল ভুইয়ারা।
এশিয়ান কাপের আসর: কারা খেলবে?
এশিয়ান কাপ ২০২৭ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এখন পর্যন্ত ১৮টি দেশ ইতোমধ্যেই বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে যাওয়ার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বাকি ছয়টি স্থান পেতে লড়াই করছে ২৪টি দেশ, যাদের মধ্যে একটি হলো বাংলাদেশ।
এই দেশগুলো ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দলই সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে।
সিঙ্গাপুর-হংকংকে হারালেই ইতিহাস
সব কিছু ঠিকঠাক চললে এবং সামনে দুই ম্যাচে জয় এলে, বাংলাদেশ এশিয়ান কাপে প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এটা হবে দেশের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক।
সমর্থকদের জন্য বার্তা:
এই ঐতিহাসিক মুহূর্তে স্টেডিয়ামভর্তি গ্যালারি, গর্জে ওঠা কণ্ঠ আর লাখো প্রার্থনা হতে পারে দলের সবচেয়ে বড় শক্তি। কারণ এ শুধু খেলার মাঠ নয়, এটা একটা স্বপ্ন পূরণের লড়াই—যার নাম বাংলাদেশ!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বিদেশি বিনিয়োগের ঝলকানি: ৬ কোম্পানিতে বাড়ছে বহুজাতিকদের আস্থা
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া: এশিয়া কাপের মাঝেই কিংবদন্তির বিদায়
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!
- 'বি' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে অবনমন এক কোম্পানির শেয়ার
- আয় বৃদ্ধি সত্ত্বেও ডিভিডেন্ড অপরিবর্তিত:বিনিয়োগকারীরা হতাশ
- আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: টাইগারদের একাদশে দুই পরিবর্তন
- কাল দুটি কোম্পানির গুরুত্বপূর্ণ এজিএম, আসতে পারে ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত
- এশিয়া কাপ সুপার ফোর পয়েন্ট টেবিল: এক নজরে জানুন বাংলাদেশের অবস্থান
- এনবিআর-বিএসইসি'র ভুল সিদ্ধান্তে শেয়ারবাজারে বিপর্যয়