মিরপুরে হাজির তামিম, বললেন ‘ভালো আছি

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। আর ফিরে এসেই চলে গেলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দেশের এই তারকা ক্রিকেটার। জানালেন, এখন তিনি সুস্থ আছেন।
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ শুরুর আগে দুই দফায় হার্ট অ্যাটাক করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। মাঠে নামার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে তাঁকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে, তাঁর একটি প্রধান রক্তনালীতে শতভাগ ব্লক রয়েছে। সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়। এরপর তাঁকে স্থানান্তর করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা তখনই জানান, তামিম আপাতত ঝুঁকিমুক্ত, তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন।
পরে ৭ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় এই অভিজ্ঞ ওপেনারকে। সেখানে সম্পূর্ণ মেডিকেল চেকআপ শেষে আজ (১২ এপ্রিল) তিনি দেশে ফেরেন।
দেশে ফিরেই তামিম যান তাঁর দ্বিতীয় ঠিকানা—মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। অনেকে ভেবেছিলেন, হয়তো আবাহনীর বিপক্ষে মোহামেডানের খেলা দেখতে গেছেন। তবে বাস্তবতা ভিন্ন। তিনি যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে।
তাঁর হঠাৎ স্টেডিয়ামে আগমন স্বভাবতই চমকে দেয় উপস্থিত ক্রিকেটপ্রেমীদের। হাসিমুখে উপস্থিত তামিম যেন নিজের মুখেই বলে গেলেন—
“আমি এখন ভালো আছি”।
এর আগেই তামিমের চাচা, সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছিলেন—
“সিঙ্গাপুরে গিয়ে ওর পুরো চেকআপ হয়েছে। আল্লাহর রহমতে সবকিছু ভালো। আপনারা দোয়া করবেন।”
আজ তামিম নিজেই এসে সেই কথা নিশ্চিত করলেন।
তামিমের ফিরে আসা শুধু সুস্থতা নয়, এক সাহসী প্রত্যাবর্তন
ক্রিকেটারদের জীবনে ইনজুরি নতুন কিছু নয়। তবে হার্ট অ্যাটাকের মতো ঘটনা একজন অ্যাথলেটের জন্য বড় ধাক্কা। তামিম সেই ধাক্কা সামলে ফিরেছেন, ভেঙে পড়েননি। তাঁর মিরপুরে ফেরা ছিল নিছক এক সফর নয়, এটি ছিল মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রকাশ।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে!
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে
- চলছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ: পাওয়ার প্লে শেষ, লাইভ দেখুন এখানে
- ৬ নিরীক্ষা ফার্মকে নিষিদ্ধ করছে বিএসইসি! ঝুঁকিতে ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: নাসুম জোড়া আঘাত, লাইভ দেখুন এখানে
- এনবিআরের এক চিঠিতেই কাঁপল শেয়ারবাজার! আসল কারণ কী?
- বড় খবর! আইপিও প্রক্রিয়া বদলে দিচ্ছে ডিএসই: বিনিয়োগের সুযোগ
- বাংলাদেশের সুপার ফোর: ৬৭ রান কিংবা ১১.২ ওভারের জটিল সমীকরণ!
- পুঁজি হারাচ্ছেন? সর্বনিম্ন দামে ৫ শেয়ারে দিশেহারা বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারে আলোড়ন: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির দৃষ্টান্তমূলক শাস্তি
- ব্যাংক এশিয়ার এমডির মাস্টারস্ট্রোক: বিনিয়োগকারীদের নজর এখন শেয়ারে!
- জ্বালানি খাতে ১৩ কোম্পানির ক্যাশ ফ্লোতে উল্লম্ফন: বিনিয়োগকারীদের জন্য সুখবর
- তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে: ৩টি প্রধান বাধা!