‘বরবাদ’-এর চমক এবার যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক: দেশে মুক্তির পর সাফল্যের ঝড় তুলে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’ এখন আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও চমক সৃষ্টি করছে। বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স পর্যন্ত দর্শকের ব্যাপক সাড়া পাওয়ার পর, আমেরিকাতেও একই ঘটনা ঘটছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল, আর শো বাড়িয়েও টিকিট মেলেনি। এমনকি বিদেশেও ছবিটির জন্য দর্শকের অপেক্ষা এবং আগ্রহ চমকে দেওয়ার মতোই। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুই শহরে মাত্র একদিনের মধ্যে ‘বরবাদ’-এর টিকিট শেষ হয়ে গেছে।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ছবিটির পরিবেশনা করছে। আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায় ছবিটি মুক্তি পাচ্ছে। এসকে ফিল্মস জানিয়েছে, আমেরিকায় ছবিটির প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে।
এসকে ফিল্মস ইউএসএ’র কর্মকর্তা বদরুদ্দোজা সাগর জানান, ‘‘বরবাদ’-এর টিকিট ঘোষণার দিনেই সোল্ড আউট হয়ে গেছে। নর্থ আমেরিকার কানেকটিকাট ও বোস্টনে প্রথম দিনেই সব টিকিট শেষ হয়ে গেছে, মিশিগানেও প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।’’
১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত এলাকাগুলোর প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ প্রদর্শিত হবে। ১৯ এপ্রিল কানাডার মন্ট্রিয়াল, অটোয়া এবং টরন্টোতে ছবিটি দেখা যাবে।
‘বরবাদ’-এর সাফল্য দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাকিব খানের কীর্তি আরও একবার প্রমাণ করল।
মোঃ আরিফ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- ভয়াবহ অন্ধকারে ঢাকার একাংশ
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বিনিয়োগকারীদের নজর কেড়েছে ৩ কোম্পানির শেয়ারে
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- ত্রয়োদশ সংসদ নির্বাচন: খালেদা জিয়া যে তিন আসনে লড়তে পারেন
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা