রাতভর অভিযান মালয়েশিয়ায়: আটক ২২ হাজার অভিবাসী, ১৬৫ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: কুয়ালালামপুর, ১৭ এপ্রিল — মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ২২ হাজার ৪৮৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৩ হাজার ৮৭০টি অভিযানে ১৩ হাজার ৬৭৭ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। এছাড়া অন্যান্য সংস্থার হাতে ধরা পড়া আরও ৮ হাজার ৮০৯ জনকে ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। ফলে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৮৬ জনে।
মেডান ইমবিতে রাতের অভিযানে নতুন চমক
মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের মেডান ইমবি এলাকায় হঠাৎ চালানো অভিযানে আরও ৫০৬ জন অভিবাসী আটক হন। তল্লাশিকালে বহু অভিবাসী পালানোর চেষ্টা করেন। কেউ খালি পায়ে, কেউ বা জুতা ফেলে তাড়াহুড়ো করে দৌড় দেন। পরিস্থিতি কিছু সময়ের জন্য অস্থির হয়ে পড়ে।
আটকদের মধ্যে ৪৪৮ জন পুরুষ এবং ৫৮ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি ও ১২৪ জন নেপালি। নারীদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ার এবং ১৮ জন নেপালের নাগরিক।
বৈধ কাগজপত্র না থাকাই মূল কারণ
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, এই অভিযানগুলো ৫২ হাজার ৩১৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের ভিত্তিতে পরিচালিত হয়েছে।
তল্লাশি চালানো ৮৯৫ জন ব্যক্তির মধ্যে ১৪৬ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। বাকিদের মধ্যে যাদের বৈধ ভিসা ছিল না, যাদের পরিচয়পত্র ছিল না অথবা যারা প্রবেশের শর্ত লঙ্ঘন করেছেন—তাদের আটক করা হয়েছে। অনেকে এমন নথিপত্র বহন করছিলেন যা মালয়েশিয়া সরকার স্বীকৃত নয়, যেমন: জাতিসংঘ শরণার্থী কার্ড (UNHCR)। তবে এখনো পর্যন্ত ভুয়া কাগজপত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নিয়োগদাতারাও ধরা পড়ছেন
ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী শুধুমাত্র অভিবাসীরাই নয়, তাদের কাজে লাগানো ৪৯১ জন নিয়োগদাতাকেও এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
আগেও এই এলাকাই ছিল নজরদারির আওতায়
মেডান ইমবি এলাকা পূর্বেও ইমিগ্রেশনের নজরদারির আওতায় ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সেখানে অভিযান চালানো হয়েছিল। মহাপরিচালক জাকারিয়া বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে এবং হঠাৎ অভিযান সারা বছরজুড়েই চলবে।
বাংলাদেশিদের মধ্যে বাড়ছে উদ্বেগ
এই অভিযান বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের অনেকেই সামাজিক মাধ্যমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, যারা এখনো বৈধ কাগজপত্র সংগ্রহ করেননি, তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
সংক্ষিপ্ত পরিসংখ্যান:
বিষয় | সংখ্যা |
---|---|
মোট আটক অভিবাসী (১৬ এপ্রিল পর্যন্ত) | ২২,৪৮৬ জন |
বাংলাদেশি আটক | ১৬৫ জন |
মেডান ইমবিতে এক রাতের অভিযান | ৫০৬ জন |
নিয়োগদাতা আটক | ৪৯১ জন |
মোট তল্লাশি অভিযান | ৩,৮৭০টি |
আব্দুর রহিম/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত