ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পেঁয়াজের বাজারে ঝটকা: একদিনে কমলো ৫ টাকা, চুপচাপ বাড়ছে রসুন!

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৪ ১০:৩০:২৫
পেঁয়াজের বাজারে ঝটকা: একদিনে কমলো ৫ টাকা, চুপচাপ বাড়ছে রসুন!

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের বাজারে যেন হঠাৎ বইছে ‘দামের হাওয়া’। এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে গেছে। যেখানে গতকাল ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫৫ টাকায়, সেখানে মঙ্গলবার তা মিলছে ৫০ টাকায়। আর নিম্নমানের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকাতেই মিলছে এখন।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা যেমন কমেছে, তেমনি দামেও দেখা যাচ্ছে বড়সড় পতন। ব্যবসায়ীরা বলছেন, মোকামে মজুত অনেক বেশি, আর চাহিদা তুলনামূলকভাবে কম। এ কারণে মোকামে প্রতি বস্তায় ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে।

বাজারের বিক্রেতা রায়হান কবির বলেন, “মোকামে পেঁয়াজের পাহাড় সমান মজুত। বিক্রি কম, তাই দামও কমেছে। আমরা যেমন কম দামে কিনছি, তেমনই কম দামে বিক্রি করছি।”

তবে দাম কমলেও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। বাজারে আসা এক ক্রেতা বললেন, “ভরা মৌসুমে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল সিন্ডিকেট। এখন দাম কমলেও ক্ষতি তো আমাদেরই হয়েছে। প্রশাসন যদি বাজার মনিটর করতো, এমনটা হতো না।”

এই যখন পেঁয়াজের বাজারে স্বস্তির ইঙ্গিত, ঠিক তখনই রসুনের বাজারে চলছে উল্টো সুর! হঠাৎ করেই দেশি রসুনের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে গেছে।ক্রেতারা বলছেন, একটার দাম কমলে আরেকটার বাড়ে—বাজারে যেন চলছে এক অদৃশ্য দড়ি টানাটানি!

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পণ্যের বাজারে ওঠানামা স্বাভাবিক হলেও, সিন্ডিকেটের দাপট আর প্রশাসনের তদারকি না থাকায় এমন অস্থিরতা বাড়ছেই।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ