ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

উৎপাদন বন্ধ, হিসাব খোলা, নাটকীয় মুনাফা, শেয়ারবাজারে নতুন ধোঁয়াশা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৬ ১০:৩৩:৩৮
উৎপাদন বন্ধ, হিসাব খোলা, নাটকীয় মুনাফা, শেয়ারবাজারে নতুন ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক: একটি কোম্পানির কারখানা যদি বন্ধ থাকে, আয় না হয় এক টাকাও—তবুও যদি কাগজে-কলমে কোটি কোটি টাকার মুনাফা দেখায়, তাহলে সন্দেহের ছায়া তো পড়বেই! ঠিক এমনই অবিশ্বাস্য গল্প এখন শেয়ারবাজারে ঘুরপাক খাচ্ছে বীচ হ্যাচারি লিমিটেডকে ঘিরে। বাস্তবে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ, জমিও গেছে সরকারের দখলে। অথচ আর্থিক প্রতিবেদনে তারা দেখাচ্ছে চমকপ্রদ লাভ! বিনিয়োগকারীরা বলছেন, এটা যেন অলৌকিক কোনও জাদু।

মৃত হ্যাচারি, জীবন্ত মুনাফা!

কক্সবাজারের উপকূলে অবস্থিত বীচ হ্যাচারির জমি অধিগ্রহণ করেছে সরকার। ফলে বন্ধ হয়ে গেছে তাদের মূল কার্যক্রম। উৎপাদনের গন্ধটুকুও নেই। তবুও বছরের শেষে দেখা যাচ্ছে মোটা অঙ্কের মুনাফা! প্রশ্ন উঠেছে—এই আয় এলো কোথা থেকে? বাজারজুড়ে কানাঘুষা, এটি আসলে মুনাফার ছদ্মবেশে কারসাজি।

শেয়ারে নাটক, হিসাবেও রহস্য

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারদর যখনই পড়ে, তখনই কোম্পানির পক্ষ থেকে ‘মুনাফার চমক’ দেখানো হয়। ফলাফল—আচমকা বাড়ে শেয়ারের দাম, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় কৃত্রিম আগ্রহ। কিন্তু আসল উদ্দেশ্য একটাই—মূল্য বাড়িয়ে নিজেদের শেয়ার বিক্রি করে দেওয়া।

ডিএসইর তদন্ত, তবু রহস্যের জট খুলছে না

এতসব ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যদিও সেই তদন্তের অগ্রগতি এখনও ধোঁয়াশার চাদরে ঢাকা। ডিএসইর একজন কর্মকর্তা স্বীকার করেছেন—বীচ হ্যাচারি নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু সেই অভিযোগের নিষ্পত্তি কবে হবে, তা বলা যাচ্ছে না।

বিনিয়োগকারীরা বিভ্রান্ত, বাজারে অনিশ্চয়তা

বিশ্লেষকদের পরামর্শ, এই ধরনের 'রহস্যময়' কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার আগে দশবার ভাবুন। কারণ আজ যদি হঠাৎ দাম বাড়ে, কাল তা ধসে যেতে পারে অতল গহ্বরে। বিগত এক মাসেই বীচ হ্যাচারির শেয়ারদর উঠেছে ১২৫ টাকা পর্যন্ত, আবার নেমেছে মাত্র ৫০ টাকায়!

এক বিনিয়োগকারীর ভাষায়, “বীচ হ্যাচারির শেয়ার এমন এক মেঘ, যে কখন ঝড় তুলবে আর কখন বৃষ্টি হবে—তা বোঝা কঠিন!”

নিয়ন্ত্রক সংস্থার দিকে তাকিয়ে সবাই

এখন সময় নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকার। কাগুজে মুনাফার এই খেলা থামানো না গেলে, শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ধ্বংস হয়ে যেতে পারে। আর তখন শুধু বীচ হ্যাচারি নয়, ক্ষতির মুখে পড়বে পুরো বাজার।

উৎপাদন বন্ধ, জমি অধিগ্রহণ হয়ে গেছে, তারপরও বীচ হ্যাচারি লিমিটেড আর্থিক প্রতিবেদনে দেখাচ্ছে বড় মুনাফা। বাজারজুড়ে সন্দেহ—এটি কারসাজির ফাঁদ। ডিএসই তদন্ত শুরু করলেও অগ্রগতি নেই। বিশ্লেষকরা বিনিয়োগকারীদের এই কোম্পানির শেয়ারে বিনিয়োগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ